কলকাতা কথকতা
ভবানীপুরের জোড়া খুনে জড়িত আত্মীয়রাই, তিনজন আটক
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ৯ জুন ২০২২, বৃহস্পতিবার, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০১ অপরাহ্ন

ভবানীপুরের জোড়া খুন, অশোক শাহ ও রাস্মিতা শাহ হত্যাকাণ্ডের কিনারা পুলিশ প্রায় ৯৯ শতাংশ করে ফেলল। বুধবার উত্তরবঙ্গ সফর শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অকুস্থলে যাওয়ার ১২ ঘন্টার মধ্যে তিনজনকে এই খুনের ঘটনায় আটক করে জেরা শুরু করল পুলিশ। মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, আত্মীয় স্বজনরাই জড়িত এই ঘটনায়। ধর্মতলার একটি ডাস্টবিনের মধ্য থেকে নিহত অশোক শাহ এর মোবাইল ফোন উদ্ধারের পর পুলিশও সেই কথা জানায়।
খুনি এবং তার সঙ্গের লোকজন শাহ দম্পতির এতটাই পরিচিত ছিল যে তাদের শুকনো খাবার এবং জল দিয়ে স্বাগত জানানো হয়। পুলিশের অনুমান, আত্মীয়দের সঙ্গে ভাড়াটে খুনি শার্পশুটার ছিল। সেই এই খুনের কাজটি করেছে। জানা গেছে যে বাড়ি নিয়ে প্রোমোটিং এবং মেহতা বিল্ডি-এ অফিস বিক্রি নিয়ে টাকার লেনদেনের জেরেই খুন করা হয় শাহ দম্পতিকে।