প্রবাস
স্প্যানিশ এমপি প্রার্থী এ কে আজাদ মোস্তফা নতুন দিনের সূচনা করতে চান
বকুল খান
(১ বছর আগে) ২২ জুলাই ২০২৩, শনিবার, ৮:৩৫ অপরাহ্ন

স্পেনের ইতিহাসে প্রথম বাংলাদেশি এ কে আজাদ মোস্তফা সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। মাত্র ২৬ বছরের তরুণ ও জনপ্রিয় এ রাজনীতিবিদ বলেন, আমি প্রতিনিয়ত বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে আসছি। দল আমাকে সিলেকশন করেছে, আমি কৃতজ্ঞ ইআরসির কাছে। যদি কখনও সুযোগ আসে তাহলে লোকাল কমিউনিটি, প্রবাসীদের স্বার্থ ও দুদেশের কল্যাণে কাজ করতে চাই।
২৩ জুলাই স্পেনের জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়ার অপেক্ষায় তিনি। বিশেষ করে বাংলাদেশি স্প্যানিশ পাসপোর্টধারীর কাছে ভোট এবং সহযোগিতা চেয়েছেন মোস্তফা। স্পেনের পার্লামেন্টে বাংলাদেশিদের হয়ে কথা বলতে চান শরীয়তপুরের নড়িয়ার এই তরুণ। পেশায় তিনি একজন ব্যবসায়ী। স্ত্রী ও এক সন্তান নিয়ে প্রায় ১২ বছর ধরে স্পেনের কাতালুনিয়া বসবাস করছেন তিনি ।
স্পেনের কাতালুনিয়ার মূলধারার রাজনৈতিক দল ইআরসি থেকে শান্তাকলমা, বাদালোনা, শান্ত আন্দ্রিয়া'র নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য পদে মনোনীত প্রার্থী এ.কে আজাদ মোস্তফা।
তিনি বলেন, বাংলাদেশিদের অধিকার আদায় করতে হলে মূলধারার রাজনীতিতে নিজেদের সম্পৃক্ত করতে হবে। তার কথায়-হয়তো সফল নাও হতে পারি, তবুও নতুনদের তিনি পথ দেখিয়ে যেতে চান। মেধাবী এই তরুণ বাংলাদেশিদের গর্ব। তিনি সমানতালে বাংলাদেশি এবং স্প্যানিশদের সকল সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি বলেন, বাংলাদেশিদের সঙ্গে স্প্যানিশদের যোগসূত্র স্থাপনের মধ্য দিয়ে আমাদের অধিকার আদায় করতে চাই ।