খেলা
গ্লোবাল টি-টোয়েন্টি লীগ খেলতে কানাডা গেলেন লিটন
স্পোর্টস রিপোর্টার
১৯ জুলাই ২০২৩, বুধবার
গ্লোবাল টি-টোয়েন্টি লীগে অংশ নিতে গতকাল দেশ ছেড়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। টুর্নামেন্টে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন এই ব্যাটার। সতীর্থ হিসেবে দলে আরও রয়েছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, করিম জানাত ও মোহাম্মদ হারিসের মতো তারকা ক্রিকেটার।
লিটনের সঙ্গে কানাডার লীগে খেলবেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তিনি খেলবেন মন্ট্রিল টাইগার্সের হয়ে। টুর্নামেন্টে অংশ নিতে দুই একদিনের ভেতর দেশ ছাড়ার কথা রয়েছে তার। আগামী ২০শে জুলাই থেকে আসরটি শুরু হওয়ার কথা রয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর থেকে শুরু করে এশিয়া কাপের আগ পর্যন্ত আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই বাংলাদেশের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৪৫ দিনের লম্বা ছুটি পেয়েছে ক্রিকেটাররা। আর সে কারণেই লঙ্কা প্রিমিয়ার লীগ ও গ্লোবাল টি-টোয়েন্টি লীগে খেলার ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
এদিকে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ২৯শে অক্টোবর থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ক্যাম্পের শুরু থেকে সাকিব ও লিটনের থাকাটা অনেকটাই অনিশ্চিত। সেই সঙ্গে ক্যাম্পে থাকাটা অনিশ্চিত সদ্য অবসর ভেঙে আসা তামিম ইকবালেরও।