ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রবাস

বার্সেলোনায় অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত

বকুল খান

(১ বছর আগে) ১৩ জুলাই ২০২৩, বৃহস্পতিবার, ৪:৫২ অপরাহ্ন

mzamin

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের অভিষেক ও পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। বার্সেলোনার চার তারকা হোটেলে ৯জুলাই রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বকুল খান, সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি লাবন্য চৌধুরী। আয়োজনটি যৌথভাবে পরিচালনা করেন সহ-সভাপতি মহিউদ্দিন হারুন ও মাহিদুল ইসলাম সবুজ।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন দূতাবাসের মিশন উপ-প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডয়চে ভেলের  বাংলা বিভাগ প্রধান খালেদ মুহিউদ্দীন , মহাসচিব বিএফইউজি ও বার্তা প্রধান  নাগরিক টিভির  দীপ আজাদ, প্রথম আলো উত্তর আমেরিকার  সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, সভাপতি ইপিবিএ  ও জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র আহবায়ক শাহনুর খান এবং আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সি  রামন প্রেদ্রা । আই ওন টিভি ইউকে’র নির্বাহী কর্মকর্তা আতাউল্লাহ ফারুকের উদ্ভোধনী বক্তব্যের পরপরই অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের  উপদেষ্টা ফারুক খান, সিআইপি নজরুল ইসলাম ও মনোয়ার ক্লার্ক সংগঠনের কার্যকরী কমিটির সদস্যদের পরিচিতি পর্ব ও  ফুল দিয়ে অভিষিক্ত করেন। বিগত সময়ে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের একটি ভিডিও চিত্র তুলে ধরেন নির্বাহী কমিটির সদস্য শাওন আহমেদ। 

আয়োজনে আগত বিশিষ্ট  সাংবাদিকরা  বলেন,  প্রবাসে যারা সংবাদমাধ্যম গুলোতে কাজ করেন তারা সবচেয়ে বেশি প্রতিকূল পরিবেশে থেকেই তাদের দায়িত্বগুলো পালন করেন। তবে সংবাদকর্মীদের আরো বেশি নিরপেক্ষ ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তারা সংগঠনের বর্ণাঢ্য এই আয়োজনটিকে একদিকে সংবাদকর্মীদের মিলনমেলা অন্যদিকে সংগঠনটি যে প্রবাসীদের পাশে থেকে কাজ করছে সে কারণে সাধুবাদ জানান। 

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফেরদৌস করিম আখঞ্জী, সেলিম আলম, এ এম সি রুমেল, আরশাদ সুমন, জিয়াউল হক জুমন, মনিরুজ্জামান টিটু,  জেবুন্নেসা জেবু, সৈয়দা ইসরাত জাহান।  আয়োজনে বিভিন্ন দেশ হতে আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন  মাদ্রিদ থেকে  আন্দালুস ও জুসেরার ডিরেক্টর মনোয়ার হুসেন মনু ,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক ,সাবেক সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন, বায়তুল মুকাররম জামে মসজিদের উপদেষ্টা সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন রাজি, বাংলাদেশ এসোসিয়েশনের অর্থ বিষয়ক সম্পাদক পিয়াস পাটোয়ারী, ফ্রান্স থেকে  লিগ্যাল এইড ফ্রান্সের সভাপতি  এ এম আজাদ, আইপিটিপি ওয়েব নিউজ এর চেয়ারম্যান বদরুল বিন আফরোজ, ইতালি থেকে   বিশিষ্ট নারী ব্যবসায়ী ডেইজি আফরোজা ও আতিকুর রহমান।

আয়োজনটিতে বার্সেলোনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের যাদের অক্লান্ত পরিশ্রম ছিল তারা হলেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসা, ড. নজরুল ইসলাম, নবিনুল হক, সাব্বির আহমদ  দুলাল, বাংলাদেশ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, বাংলাদেশ  প্রেসক্লাব ইন বার্সেলোনার উপদেষ্টা রফিক উদ্দিন, সেলিম আহমেদ লালন, সাধারণ সম্পাদক  ইকবাল বকশি, সহ-সভাপতি রাজিব হোসেন, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক প্রিয়ম, অর্থ সম্পাদক জাহিদুর রহমান, দপ্তর সম্পাদক এ কে মিল্লাত সহ আব্দুল ওহাব, শফিকুল ইসলাম স্বপন, শাহ আলম স্বাধীন, মোখলেছুর রহমান নাসিম, হানিফ শরিফ, এ কে আজাদ মোস্তফা, ছালেহ আহমেদ, ফয়সাল আহমেদ মোল্লা, মেহেতাব হক জানু সহ অনেকে। 

ভারপ্রাপ্ত সভাপতি লাবন্য চৌধুরী ও সাধারণ সম্পাদক বকুল খান দেশ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিক ও অতিথিদের কৃতজ্ঞতা জানান। সেই সাথে এই সংগঠনটিকে ইউরোপের সকল সাংবাদিকদের একটি বন্ধনে আবদ্ধ রাখতে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকার আহ্বান জানান। সবশেষে স্থানীয় মহিলা সমিতির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। স্পেন ও বার্সেলোনার কণ্ঠ ও নৃত্যশিল্পী দের গান ও নাচ ছিল অন্যতম আকর্ষণ।

 

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

ঐকমত্য কমিশনে মতামত জমা শেষে সালাহ উদ্দিন আহমেদ/ সংবিধানে ৭১’র সঙ্গে ২৪’কে একই কাতারে আনা সমুচিত নয়

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status