ঢাকা, ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

প্রবাস

এক বছরে কুয়েত থেকে রেমিট্যান্স কমলো ১৩ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার

ইউসুফ আরফাত, কুয়েত থেকে

(২ মাস আগে) ৭ জুলাই ২০২৩, শুক্রবার, ৯:৩২ অপরাহ্ন

mzamin

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম শীর্ষ খাত রেমিট্যান্স। আর রেমিট্যান্সের বড় একটি অংশ আসে পারস্য উপসাগরের প্রান্তে অবস্থিত মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী আরব দেশ কুয়েত থেকে। কুয়েতে বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশির বসবাস। এর মধ্যে সরকারি ও বেসরকারি খাতে কর্মরত আছেন প্রায় এক লাখের বেশি প্রবাসী। তাদের আয়ের বড় অংশ পাঠায় দেশে পরিবার পরিজনের জন্য রেমিট্যান্স পাঠানোর বৈধ মাধ্যম ব্যাংকিং চ্যানেলে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গেল অর্থবছরে দেশে বৈধ মাধ্যম ব্যাংকিং চ্যানেলে কুয়েত থেকে রেমিট্যান্স ঢুকেছে ১৫৫ কোটি ৫২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। যা গত ২০২১-২২ অর্থবছরে ছিল ১৬৮ কোটি ৯৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ গত এক বছরে ১৩ কোটি ৪৩ লাখ ৫ হাজার মার্কিন ডলার কুয়েত থেকে রেমিট্যান্স প্রবাহ কমেছে।

কমিউনিটির নেতারা মনে করছেন, প্রবাসীদের ন্যায্য অধিকার এয়ারপোর্টে সম্মানজনক আচরণ, এয়ার টিকেটের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখাসহ  প্রবাসীদের যাবতীয় সমস্যা নিয়ে যতক্ষণ সমুন্নত না করবে ততক্ষণ প্রবাসীরা সন্তুষ্টচিত্তে রেমিট্যান্স পাঠাবে না। একবছরে রেমিট্যান্স প্রবাহ কমার প্রধান কারণ এটাই মনে করছি।

তুলনামূলক সহজলভ্য ও লাভজনক হওয়ায় প্রবাসীদের বড় একটি অংশ ঝুঁকছে অনিরাপদ ও অবৈধ হুন্ডিতে। যার ফলে রেমিট্যান্স প্রবাহ কমেছে বলে মনে করছেন কুয়েতের মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘এক্সচেঞ্জ কোম্পানি কর্মকর্তা সংস্থা কুয়েত’-এর কর্মকর্তারা।

এক্সচেঞ্জ কোম্পানি কর্মকর্তা সংস্থা কুয়েতের সভাপতি আ ক ম আজাদ বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ডলারের মূল্যের বৈষম্যে, হুন্ডির সঙ্গে ব্যাংকিং চ্যানেলের মূল্যের তারতম্যের কারণে রেমিট্যান্স প্রবাহকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। সরকার দ্রুত পদক্ষেপ নিলে ব্যাংকিং চ্যানেল রেমিট্যান্স বৃদ্ধি পাবে।’

বিজ্ঞাপন

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রবাস সর্বাধিক পঠিত

বৃটিশ সরকারের ভুলের খেসারত/ ২০ বছরের আইনি লড়াইয়ে জয় পেলেন সাইফুল

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status