প্রবাস
কাতালুনিয়া, বার্সেলোনা, শান্তাকলোমা আওয়ামী লীগ ও কাতালুনিয়া মহিলা আওয়ামী লীগের বর্ণাঢ্য অভিষেক
বকুল খান ,স্পেন
(১ বছর আগে) ২৬ জুন ২০২৩, সোমবার, ৩:০৯ অপরাহ্ন
স্পেনের কাতালুনিয়া, বার্সেলোনা, শান্তাকলোমা আওয়ামী লীগ ও কাতালুনিয়া মহিলা আওয়ামী লীগের বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অভিষেক সম্পন্ন হয়েছে। পর্যটন নগরী বার্সেলোনার অভিজাত সন্টাল সেন্ট্রাল হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কাতালুনিয়া প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধ আলাউদ্দিন হক নেছা । অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন এনায়েত হোসেন ও গীতাপাঠ করেন গৌতম সাহা । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সভাপতি মোঃ দুলাল সাফা । মহি উদ্দিন হারুন ও এ কে আজাদ মুস্তাফার যৌথ পরিচালনায়
স্বাগত বক্তব্যে রাখেন কাতালোনীয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ খালেদুর রহমান। বক্তব্য রাখেন কাতালোনীয়া আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম স্বপন, উপদেষ্টা মোশারফ বেপারী, কাতালোনীয়া আওয়ামী লীগ-এর সহ-সভাপতি শিমুল চৌধুরী, কাতালোনীয়া আওয়ামী লীগ-এর সহ সভাপতি গিয়াস উদ্দিন, কাতালোনীয়া মহিলা আওয়ামী লীগ এর প্রধান উপদেষ্টা মেহেতাব হক জানু, কাতালোনীয়া মহিলা আওয়ামী লীগ-এর সভাপতি জেবুন্নেছা জেবু,নাজমা নাহার ও সালমা ইসহাক বার্সেলোনা আওয়ামী লীগ এর উপদেষ্টা কামরুল মোহামেদ, বার্সেলোনা আওয়ামীলীগ সভাপতি শাহ আলম স্বাধীন, বার্সেলোনা আওয়ামী লীগের সি. সহ সভাপতি হানিফ শরী, সাংগঠনিক সম্পাদক সালেহ হ আহমেদ, শান্তাকলোমা আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান নাসিম।
অনুষ্ঠান শেষে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্ব। এতে গান পরিবেশন করেন আশির দশকের জনপ্রিয় সংগীত শিল্পী ইমতিয়াজ বাবু ।
বার্সেলোনার কোকিল কন্ঠী অহনা দিবা, রাজু গাজী ও অমি । সাংস্কৃতিক পর্ব পরিচালনায় ছিলেন সামিয়া রহমান সুইটি।