প্রবাস
নাদিম হত্যায় জড়িতদের শাস্তি দাবি করে মিশিগানে সাংবাদিকদের প্রতিবাদ সভা
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ২০ জুন ২০২৩, মঙ্গলবার, ১০:০৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের মিশিগানে সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করণের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির একটি রেষ্টুরেন্টে রোববার বিকেলে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদসভা করে যুক্তরাষ্ট্রের মিশিগান বাংলা প্রেসক্লাব অব ইউএসএ । সভায় সভাপতিত্ব করেন মিশিগান বাংলা প্রেসক্লাব অব ইউএসএ’র সভাপতি হেলাল উদ্দীন রানা। সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস অনুষ্ঠানটি পরিচালনা করেন। সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্মরণে সভায় এক মিনিট দাঁড়িয় নীরবতা পালন করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক পার্থ সারথী দেব, শফিক রহমান, ফারজানা চৌধূরী, জুয়েল খান, ফয়সল আহমদ মুন্না, মাহমুদুল হক লিটু, আবুল হাসনাত, এ এস কুটি, হারান কান্দি সেন ও সঞ্জয় দেব। সভাপতি হেলাল উদ্দিন রানা বলেন, নাদিম হত্যাকারীদের এমন শাস্তি দেয়া হোক যাতে কেউ ভবিষ্যতে সাংবাদিকদের উপর হামলা করতে ভয় পায়। সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।