প্রবাস
স্পেনের সফল নারী উদ্যোক্তা সালমা ইসহাক
বকুল খান, স্পেন থেকে
(১ বছর আগে) ১৯ জুন ২০২৩, সোমবার, ৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১৬ অপরাহ্ন

সালমা ইসহাক। আটপৌরে বাংলাদেশি একজন নারী। ২০০৯ সালে প্রবাসী আসলাম উদ্দিনের সঙ্গে বিয়ের পর উড়াল দেন ইউরোপের আকর্ষণীয় শহর বার্সেলোনায়। মামা শ্বশুর আলাউদ্দিন হক নেছার রাভালের ফ্রাগুয়া রেস্টুরেন্টে স্বামী প্রধান শেফের কাজ করেন। সেই সুবাদে রেস্টুরেন্টের কাজ শেখার জন্য ঢুকেন সালমা ইসহাক। যদিও নিকটাত্মীয় অনেকের কাছে সেই সুযোগ পাননি। স্বামীর ৭ বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে মাত্র তিন মাসের মাথায় শুরু করেন ব্যবসা। প্রবল আগ্রহ, অদম্য চিন্তাশক্তি নিয়ে ব্যবসা এগিয়ে নেন। যদিও দিনটা খুব সহজ ছিলো না। কিন্তু এগিয়ে যেতে হবে, তাই থেমে যাননি।
ট্রাডিশনাল স্প্যানিশ ও পাইয়েজার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বার্সেলোনার সেন্ট্রেতে গড়ে তুলেন এক এক করে তিনটি রেস্টুরেন্ট। তাও আবার পরিচালনার নেতৃত্ব দিয়ে আসছেন সালমা ইসহাক নিজেই। কারো নিরুৎসাহ তাকে দমিয়ে রাখতে পারেনি। পরিবার ও ব্যবসার পার্টনার হিসেবে স্বামী খুব আন্তরিক ছিলেন। তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া, বিশ্বস্ততা না থাকলে এগুলো করা সম্ভব হতো না।
২০১১ সালে মায়ের কাছ থেকে ২০ হাজার ইউরো নিয়ে শুরু করেছিলেন প্রথম ব্যবসা। স্বামীর বাড়ির কেউ কিছু যেন মনে না করে সে চিন্তা থেকেই মায়ের কাছে ঋণ নিয়ে শুরু করি। প্রচণ্ড ধৈর্য, কঠোর পরিশ্রম করে মাত্র দুই বছরের মাথায় পরিশোধ করেন মায়ের দেয়া ২০ হাজার ইউরো।
২০১৩ সালে একটি ও ২০২১ সালে আরেকটি ব্যবসা শুরু করেন। সাগরা দ্যা ফিমেলিয়া, কাইয়ে প্রোভিসন্স ক্লথ এবং প্যারালাল। ১৭ জন স্টাফ নিয়ে তার ব্যবসায়িক পরিবার। সালমা ইসহাক সব সময় বাংলাদেশি লোকদের কাজের বিষয়ে প্রাধান্য দেন বেশি। এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের লোক বেশি কাজ করে , এতে রেমিটেন্স বাংলাদেশে যাবে। আমাদের দেশের মানুষ কাজে অনেক ভালো। আমার এই সফলতার পেছনে তাদের অবদান বেশি। ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতিতে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে প্রথমে একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম। তবে আমাদের রেস্টুরেন্টের পাশাপাশি কাতালানদের ব্যবসা প্রতিষ্ঠান ছিলো। পোশাক-আশাক, বাহ্যিক সৌন্দর্য দিয়ে ব্যবসায় টিকে থাকা যায় না। যত্ন সহকারে খাবার পরিবেশন, আন্তরিকভাবে তাদের খোঁজ-খবর নেয়া, ধৈর্য, একাগ্রতাই ব্যবসায় সাফল্য এনেছে বলে মনে করেন তিনি।
ঢাকার নবাবগঞ্জের নয়াকান্দায় সালমা ইসহাকের গ্রামের বাড়ি। দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখের সংসার তার।