ঢাকা, ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

মেসি ম্যাজিকে অস্ট্রেলিয়াকে হারালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৬:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৫৫ অপরাহ্ন

mzamin

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালো আর্জেন্টিনা। বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে লিওনেল মেসির নৈপুণ্যে ২-০ গোলের জয় পায় আলবিসেলেস্তেরা। প্রথমার্ধে ২য় মিনিটে একটি গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক। দ্বিতীয়ার্ধে ৬৮তম মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন বদলি নামা জার্মান পেজেল্লা। এই গোলেও মেসির অবদান ছিল। ডি পল পাস দেন মেসিকে, এরপর ফের ডি পলের উদ্দেশ্যে সুবিধাজনক স্থানে বল পাঠান এলএমটেন। এরপর ডি-বক্সের ভেতর ক্রস বাড়ান ডি পল। পরে হেডে বল জালে জড়ান পেজেল্লা।

গোটা ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে ১১টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে আর্জেন্টিনা। বিপরীতে ৪৪ শতাংশ বল দখলে রাখা অস্ট্রেলিয়া ৭টি শটের একটি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়।

ডি পলের পাসে স্কোরলাইন ২-০ করলেন পেজেল্লা

ম্যাচের শুরুতেই লিওনেল মেসির গোলে লিড নেয় আর্জেন্টিনা। এরপর বারবার আক্রমণে উঠেও জালের দেখা পাচ্ছিলো না আলবিসেলেস্তেরা। শেষে ৬৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বিশ্বচ্যাম্পিয়নরা। রদ্রিগো ডি পলের লম্বা ক্রস থেকে হেডে স্কোরলাইন ২-০ করেন রিয়াল বেতিস ডিফেন্ডার জার্মান পেজেল্লা 

মেসির গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দাপুটে শুরু করলো আর্জেন্টিনা। ম্যাচের বয়স ৫ মিনিটে গড়ানোর আগেই লিওনেল মেসির গোলে লিড নেয় আলবিসেলেস্তেরা। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় অস্ট্রেলিয়াও। তবে সফল হয়নি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে আর্জেন্টিনা। 

আজ বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে ম্যাচের ২য় মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। এঞ্জো ফার্নান্দেজের অ্যাসিস্টে প্রথম আক্রমণ থেকেই গোল পান মেসি।
প্রথমার্ধে ৬২ শতাংশ বল দখলে রেখে ৫টি শটের ১টি লক্ষ্যে রাখে আর্জেন্টিনা। ৩৮ শতাংশ বল দখলে রাখা অস্ট্রেলিয়াও সমান আক্রমণ করে সমান সংখ্যক বল টার্গেটে রাখে।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status