প্রবাস
স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সুপার ফোর কমিটি ঘোষণা
বকুল খান, স্পেন
(১ বছর আগে) ১৪ জুন ২০২৩, বুধবার, ৪:০১ অপরাহ্ন
'এগিয়ে যাবো নতুন বিশ্বায়নে'-এ প্রত্যয় ব্যক্ত করে গত ১১জুন রবিবার বার্সেলোনা রাভালের স্হানীয় ফ্রাগুয়া গ্রিল রেষ্টুরেন্টে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিসনেস ক্লাব, বার্সেলোনা)-এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
আহবায়ক কমিটির আয়োজনে বিশেষ সাধারণ সভায় সংগঠনের সদস্য সচিব মিরন নাজমুলের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ডক্টর নজরুল ইসলাম চৌধুরী।
সংগঠনের সকল সদস্যের উপস্হিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে টান টান উত্তেজনা লক্ষ করা যায়। নির্ভুল ও সমালোচনার উর্ধ্বে কমিটি গঠনকল্পে আহবায়ক কমিটিসহ সকল সদস্যদের সাথে কয়েক দফা আলোচনার পরিপ্রেক্ষিতে আহ্বায়ক ডক্টর নজরুল ইসলাম চৌধুরী আংশিক কমিটির নাম ঘোষণা করেন। পরবর্তিতে নির্বাচিত নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে পুর্ণাঙ্গ কমিটি প্রদানের আশ্বাস দেন। সংগঠনের নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে সাজিদুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক মিরন নাজমুল, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান খান কয়েস ও অর্থ বিষয়ক সম্পাদক জাফার হোসাইন এর নাম ঘোষণা করা হয়।
কমিটি গঠনকল্পে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেছা, শফিকুর রহমান, খুরশিদ আলম বাদল, এ কে আজাদ দুলাল, শফিউল আলম শফি, উত্তম কুমার, শফিক খান, শাহ আলম স্বাধীন, ফয়সাল আহমেদ মোল্লা, উজ্জল হাসান, মোঃ নাসির, ফিরোজ আলম আকাশ, মোখলেছুর রহমান নাসিম, জাহাঙ্গীর আলম, রাজিব হোসেন, মোক্তার হাসান, রেজাউল করিম, এ কে আজাদ মোস্তফা, আব্দুর রাজ্জাক খোকন, শফিকুল আজম, শাখাওয়াত হোসাইন, সুজন ইসলাম ফরাজী প্রমুখ।
সভাপতি সাজিদুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক মিরন নাজমুল যৌথ বিবৃতিতে বলেন, বার্সেলোনাসহ স্পেনের ব্যবসায়ী সমাজের উন্নয়নের লক্ষ্যে সংগঠনের সবার সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা থাকবে। তারা পূর্ণাঙ্গ কমিটি তৈরি করাসহ ভবিষ্যতে সঠিক নেতৃত্বদানের মাধ্যমে সংগঠনকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান ও অর্থ বিষয়ক সম্পাদক জাফার হোসাইন তাদেরকে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানান।
আহ্বায়ক ডক্টর নজরুল ইসলাম তার সমাপনি বক্তব্যে বিজনেস ক্লাবের সকল কাজে সহযোগিতা করাসহ সর্বদা পাশে থাকার আশ্বাস দেন। তিনি আংশিক কমিটি গঠনে সহযোগিতাসহ অনুষ্ঠাকে প্রাণবন্ত করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।