বাংলারজমিন
ঝিনাইদহে হত্যা মামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
১১ জুন ২০২৩, রবিবার
ঝিনাইদহে ভ্যানচালক রেজাউল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনাতায়নে এ সংবাদ সম্মেলন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আদিল উদ্দিন বলেন, পূর্বশত্রুতার জেরে ২০১০ সালের ১০ই ফেব্রুয়ারি সদর পৌরসভার মুরারীদহ গ্রামের রেজাউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যা করা হয়। ঝিনাইদহ সদর থানায় ১২ই ফেব্রুয়ারি ৩ জনের নাম উল্লেখ করে কয়েকজনকে অজ্ঞাতনামা করে নিহতের স্ত্রী আনজিরা খাতুন মামলা দায়ের করেন। পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কমিশনার বসির উদ্দিন এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
মামলার তদন্ত অফিসার ৪ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। তারা হলো: বসির উদ্দিন, মঞ্জুরুল আলম, আক্তার ও রঞ্জিত । দীর্ঘ ১৩ বছরেও বিচারকার্য শেষ না হওয়ায় পরিবার ও এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন। আসামিরা জামিনে বের হওয়ার পর থেকেই মামলার বাদীদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। সংবাদ সম্মেলন শেষে প্রেস ক্লাব চত্বরে তারা একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।