অনলাইন
রাষ্ট্র তাকে স্বীকৃতি দেয়নি তাতে কী!
মানবজমিন ডিজিটাল
(১ বছর আগে) ১০ জুন ২০২৩, শনিবার, ৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৪ পূর্বাহ্ন

তিনি তো অগণিত মানুষের স্বীকৃতি পেয়েছেন। পেয়েছেন অফুরান ভালোবাসা। বলছি সিরাজুল আলম খানের কথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যার অবদান চিরস্মরণীয়। অনেকটা নীরবে চলে গেছেন পরপারে। তিনি বোধহয় আগেভাগেই অনুমান করছিলেন-রাষ্ট্র তাকে কোনো মর্যাদাই দেবে না। তাই তিনি অনেক আগেই পরিবারকে বলে যান-মারা যাওয়ার পর তার লাশ শহীদ মিনারে যাবে না। হবে না কোনো শোকসভা। মুক্তিযোদ্ধা হিসেবে যেটুকু পাওয়ার সেটুকু নিতেও তিনি বারণ করে গেছেন। আসলে এমনটা হওয়ার কথা ছিল না। কেন যেন দেশটাই এমন হয়ে গেছে। যার যা প্রাপ্য তা দিতে চান না কেউই। বিশেষ করে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা। এখন ফরমায়েশি ইতিহাস লেখা হচ্ছে। সত্যিকার ইতিহাস অনুপস্থিত। মানুষের মতিভ্রম হয়। ইতিহাসের নয়। রাজনীতিবিদরা এটা বেমালুম ভুলে যান। যে কারণে ক্ষমতার পালাবদলে সবকিছু ওলটপালট হয়ে যায়।