অনলাইন
দু'সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক হবে, না হলে ক্ষমা করে দিয়েন: পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি
(১ বছর আগে) ১০ জুন ২০২৩, শনিবার, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১৩ অপরাহ্ন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আদানির বিদ্যুৎ আসছে, কয়লাও জাহাজে আছে। দু’সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক হবে, না হলে ক্ষমা করে দিয়েন।
শনিবার সকালে হাওরে আগাম বন্যা রোধ শীর্ষক করণীয় গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, হাওরে আগাম বন্যা ঠেকাতে হাওরে আর কোনো সড়ক নির্মাণ করা হবে না। এখন থেকে হাওর ও নিম্নাঞ্চলে ডুবন্ত সড়ক ও উড়াল সড়ক নির্মাণ হবে।
সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সিলেট- সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।