কলকাতা কথকতা
এই প্রথম বাংলাদেশ-ভারত যৌথ অভিযান, পৃথিবীর ছাদকে ছুঁতে চলেছেন অভিযাত্রীরা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ মাস আগে) ১০ জুন ২০২৩, শনিবার, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

বাংলাদেশের ও ভারত এক যৌথ পর্বতারোহন অভিযাত্রী দল পৃথিবীর ছাদ পামির কে ছুঁতে চলেছেন জুন মাসের শেষার্ধ্ব অথবা জুলাইয়ের প্রথমে। তাজাকিস্তান এবং কিরজিকিস্তানের সীমানায় অবস্থিত পামির এর কুড়িটি গিরিশৃঙ্গ আরোহণ করার পরে অভিযাত্রী দলটি ৭১০০ মিটার উচ্চতার লেনিন শৃঙ্গটি জয় করবে। ভারতীয় দলের পক্ষে এই অভিযানে অংশ নেবেন দেবাশীষ বিশ্বাস, মলয় মুখোপাধ্যায় ও কিরণ পাত্র। বাংলাদেশের দুজন অভিযাত্রী থাকবেন এই অভিযানে.. বাবর আলি এবং তানভীর আলম। বাংলাদেশের অভিযাত্রীরা বিসকেকে ভারতীয় অভিযাত্রীদের সঙ্গে মিলিত হবেন। এই অভিযানের দলনেতা দেবাশিস বিশ্বাস কলকাতা আয়কর দপ্তরের এক উচ্চপদস্থ ডিরেক্টর। দেবাশীষ বলছিলেন, এই অভিযান ঘিরে কতটা উত্তেজিত তাঁরা। আফগানিস্তানের হিন্দু কুশ, কিরঘিজিস্তানের টিয়ান শাহ এবং চিনের কুমলুন পর্বতমালার উপর দিয়ে বিস্তৃত এই পামির মাল ভূমি। ছুঁয়ে গেছে তাজাকিস্তান ও কিরঘিজিস্তানকে। বিশ্ব বিখ্যাত সিল্ক রুট এর তিনটি শাখা এর মধ্যে দিয়ে গেছে।