ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

এই প্রথম বাংলাদেশ-ভারত যৌথ অভিযান, পৃথিবীর ছাদকে ছুঁতে চলেছেন অভিযাত্রীরা

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১০ মাস আগে) ১০ জুন ২০২৩, শনিবার, ১১:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশের ও ভারত এক যৌথ পর্বতারোহন অভিযাত্রী দল পৃথিবীর ছাদ পামির কে ছুঁতে চলেছেন জুন মাসের শেষার্ধ্ব অথবা জুলাইয়ের প্রথমে। তাজাকিস্তান এবং কিরজিকিস্তানের সীমানায় অবস্থিত পামির এর কুড়িটি গিরিশৃঙ্গ আরোহণ করার পরে অভিযাত্রী দলটি ৭১০০ মিটার উচ্চতার লেনিন শৃঙ্গটি জয় করবে। ভারতীয় দলের পক্ষে এই অভিযানে অংশ নেবেন দেবাশীষ বিশ্বাস, মলয় মুখোপাধ্যায় ও কিরণ পাত্র। বাংলাদেশের দুজন অভিযাত্রী থাকবেন এই অভিযানে.. বাবর আলি এবং তানভীর আলম। বাংলাদেশের অভিযাত্রীরা বিসকেকে ভারতীয় অভিযাত্রীদের সঙ্গে মিলিত হবেন। এই অভিযানের দলনেতা দেবাশিস বিশ্বাস কলকাতা আয়কর দপ্তরের এক উচ্চপদস্থ ডিরেক্টর। দেবাশীষ বলছিলেন, এই অভিযান ঘিরে কতটা উত্তেজিত তাঁরা। আফগানিস্তানের হিন্দু কুশ, কিরঘিজিস্তানের টিয়ান শাহ এবং চিনের কুমলুন পর্বতমালার উপর দিয়ে বিস্তৃত এই পামির মাল ভূমি। ছুঁয়ে গেছে তাজাকিস্তান ও কিরঘিজিস্তানকে। বিশ্ব বিখ্যাত সিল্ক রুট এর তিনটি শাখা এর মধ্যে দিয়ে গেছে।

বিজ্ঞাপন
ইতিহাসকে ছুঁয়ে দেখার আনন্দে বিভোর এই এভারেস্ট জয়ী পর্বত আরোহী বললেন, এই অভিযানে বাংলাদেশ সম্পৃক্ত হওয়ায় তিনি খুশি। ধন্যবাদ জানিয়েছেন মানবজমিনকে। কারণ, এই ডিজিটাল মিডিয়া তাঁকে প্রথম কলম ধরার সুযোগ দিয়েছিলো বছর দেড়েক আগে একটা অভিযানে। বাংলাদেশেও এই এডভেঞ্চার স্পোর্টস যে জনপ্রিয় হচ্ছে তাতে খুশি দেবাশীষ।

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status