ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

অনলাইন

এক নারীর সিদ্ধান্তেই মেসি সৌদি আরবে নয়, আমেরিকায়

মানবজমিন ডিজিটাল

(৯ মাস আগে) ৯ জুন ২০২৩, শুক্রবার, ৪:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৭ পূর্বাহ্ন

mzamin

বলা হয়ে থাকে পৃথিবীর সব সফল পুরুষের পিছনেই থাকেন একজন করে নারী। এই যে সৌদি আরবের আল হিলাল ক্লাব এর কোটি কোটি ডলারের অফার হেলায় উড়িয়ে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি আমেরিকার আখ্যাত ইন্টার মায়ামি ক্লাব এ যোগ দিলেন তার পিছনেও আছেন একজন নারী। 

আর্জেন্টিনা থেকে সাংবাদিক রিকার্ড সেবাসতিয়ান একটি ইমেইল এর মাধ্যমে জানিয়েছেন যাবতীয় তথ্য। মেসির জীবনে এই নারী আর কেউ নয়, তাঁর স্ত্রী, তাঁর সন্তান দের মা অন্তলোনীয় রকুজ্জ। মেসির স্ত্রী রকুজ্জ অল হিলাল এর প্রস্তাব মেসিকে নিতে দেননি একটিই কারণে। সৌদিতে গেলে কঠোর ইসলামিয় বিধি পালন করতে হত রকুজ্জ কে। এমনকি সময় সময় পর্দাও মানতে হত তাঁকে। দীর্ঘদিন ইউরোপ এর পারমিসিভ সোসাইটিতে কাটানোর পর মেসির স্ত্রীর পক্ষে এই জীবন মেনে নেওয়া সম্ভব ছিলোনা। তাই কোটি কোটি ডলার এর অর্থের হাতছানি, একটি সর্বক্ষনের প্রাইভেট জেট এবং রিয়াদ এ প্রাসদপম একটি ভিলার অফার ছেড়ে মেসি আমেরিকার পূর্বাঞ্চলের পনেরোটি দলের মধ্যে সবথেকে নিচে থাকা ইন্টার মায়ামিতে।

আমেরিকার ফুটবলে পনেরোটি দল নিয়ে ইস্টারন ডিভিশন, চোদ্দটি দল নিয়ে ওয়েস্টার্ন ডিভিশন। মেসিকে ইন্টার মায়ামিতে নিয়ে যেতে উল্লেখ্য ভূমিকা ছিল ইংল্যান্ড এর প্রাক্তন অধিনায়ক ডেভিড বেক হাম এর। তিনি ছিলেন ইন্টার মায়ামি আর মেসির মধ্যে যোগসূত্র।

বিজ্ঞাপন
ইন্টার মায়ামিতে খেলার জন্যে মেসি কি পাবেন? অল হিলাল এর মতো কোটি কোটি ডলার না হলেও মেসির চুক্তি লোভনীয় অর্থে। এছাড়াও বিশ্ববিখ্যাত আপেল সংস্থার সঙ্গে চুক্তিতে আসছেন মেসি। এডিডাস তাঁর সঙ্গে আলাদা চুক্তি করবে। 

ইন্টার মায়ামির ম্যাচের টি ভি রাইটস এর  লাভের অংশ পাবেন মেসি। ইন্টার মায়ামি তাঁকে রিয়েল এস্টেট ব্যাবসায় লগ্নির সুযোগ করে দেবে। এছাড়াও অবসর নেওয়ার পর মেসি আমেরিকার একটি ক্লাব এর মালিকানা পাবেন। প্যারিস সা জা ছাড়ার পর মেসির প্রথম পছন্দ ছিল বারসেলোনার নু ক্যাম্প এ ফেরা। কিন্তু, বারসেলনার প্রেসিডেন্ট লাপাত এর সঙ্গে মেসির সম্পর্ক ভালো নয়। তাই, বারসায় ফেরা হলোনা মেসির। অল হিলাল নাছোড়বান্দা ছিল। তাদের চুক্তির কথা বিবেচনা করে মেসিও রাজি হয়েছিলেন। কিন্তু, বেঁকে বসলেন রকুজ্জ। ইসলামের কঠোর অনুশীলন মানতে তিনি রাজি নন। তাঁর ইচ্ছাতেই মেসি আমেরিকার ইন্টার মায়ামিতে। 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status