বাংলারজমিন
রংপুরে তীব্র তাপদাহে এসআই পদে মাঠ পরীক্ষা দিতে এসে স্ট্রোকে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৯ জুন ২০২৩, শুক্রবাররংপুরে এসআই পদে মাঠ পরীক্ষা দিতে এসে তীব্র তাপদাহে স্ট্রোক করে ফারিজুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিঠাপুকুর উপজেলার চেংমারি ইউনিয়নের পাগলারহাট গ্রামের বাসিন্দা। তিনি চলতি বছরের জানুয়ারিতে সহকারী শিক্ষক পদে কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, এসআই নিয়োগ পরীক্ষা চলাকালীন সময় ফারিজুল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের চিকিৎসক মস্তিস্কে রক্তক্ষরণের কারণে ফারিজুলের মৃত্যু হয়েছে বলে মৃত্যু সনদে উল্লেখ করেছেন। ময়নাতদন্তের পর বোঝা যাবে মারা যাওয়ার প্রকৃত কারণ। ফারিজুলের বন্ধু মঞ্জুরুল ইসলাম জানান, রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে এসআই নিয়োগের ১৬০০ মিটার দৌড় শেষে তীব্র তাপদাহে ফারিজুল অসুস্থ হয়ে পড়ে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরও তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]