বাংলারজমিন
৮ বছর পর মাসব্যাপী নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
৯ জুন ২০২৩, শুক্রবারদি নোয়াখালী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে দীর্ঘ ৮ বছর পর মাইজদী হাউজিং বালুর মাঠে মাসব্যাপী অসহনীয় লোডশেডিংয়ের মধ্যে নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে মাইজদী শহর নানা রঙ্গে সাজানো হয়েছে। বিলবোর্ড, পোস্টার, ব্যানার শোভা পাচ্ছে শহরে। এ মেলা উদ্বোধন করেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু। চেম্বার নেতৃবৃন্দ মিঠুন ভট্ট ও ইমন ভট্টসহ আরও অনেকে মেলায় উপস্থিত ছিলেন। মেলায় ৩টি প্যাভেলিয়নসহ দেশীয় পণ্যের বুটিক-ভাটিকসহ ৬২টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। ২০১৫ সালে একই স্থানে ১৬২টি দোকান বরাদ্দ ছিল।
এবারের মেলায় বিনোদনের জন্য শিশু-কিশোরদের জন্য নাগরদোলা, ভূতের বাড়ি, ম্যাজিক নৌকা, ড্রাগন ট্রেন, স্লিপার, পানিতে হাঁসসহ ছোট-বড় অনেকগুলো আইটেম রাখা হয়েছে। ভূরিভোজের জন্য রয়েছে বাংলা চাইনিজ হোটেল, চটপটি, চিংড়ি ফ্রাই, বার্মিজ আচার, বগুড়ার দই, শুকনো ড্রাইফুডের দোকানসহ মেলায় আকর্ষণীয় আইটেম রাখা হয়েছে। প্রবেশ পথের টিকিটের ওপর রাফেল ড্র। সাপ্তাহিক ড্রতে থাকছে ২১টি পুরস্কার।
বেগমগঞ্জের একলাশপুর ইউপি’র মাহমুদা খাতুন বলেন- বাচ্চাদের নিয়ে মেলায় এসে রাইডে ওঠার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিড়ম্বনার কবলে পড়তে হয়। কাদির-হানিফ ইউপি’র রীমা আক্তার বলেন- বিগত মেলাগুলোতে এবারের মতো আর বিদ্যুতের ভেলকিবাজি ছিল না। গরমের অসহনীয় যন্ত্রণার মধ্যে সন্তানদের ঘুরাঘুরি করে বাড়ি যাওয়ার পরও একই অবস্থার শিকার হয়ে চরম দুর্ভোগে জীবন অতিবাহিত করছি, এটা দেখার কেউ নেই। ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদ হোসেন বলেন, মেলার পিক আওয়ারেও লোডশেডিং হচ্ছে। দর্শনার্থীদের বিদ্যুতের ব্যাকআপ দেয়ার জন্য ১৫০ কিলোর ২টি জেনারেটর চালু করে আপাতত সমস্যার সমাধান করা হচ্ছে।
নোয়াখালী বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের এসডিও সাহাদাত হোসেন মানবজমিনকে বলেন, একটি ফিডারে ভিআইপি লাইনে সরকারি অফিস আদালতে ৫টার পর লোডশেডিং দেয়া হয়। অন্য গ্রাহকদেরও দিন-রাত ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং দেয়া হচ্ছে। জাতীয় গ্রিডের কথা না শুনলে আমাদের লাইনও বন্ধ করে দিতে পারে। সকলকে বিদ্যুৎ দিতে চাই, কিন্তু বিদ্যুৎ সংকটের কারণে আমাদেরকে মানুষের নানা কথা শুনতে হচ্ছে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]