বাংলারজমিন
শ্রীনগরে ৮ মাসে পল্লী বিদ্যুতের ৫০টি ট্রান্সফরমার চুরির ঘটনায় মাত্র ২ মামলা
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
৯ জুন ২০২৩, শুক্রবারশ্রীনগরে ৮ মাসে পল্লী বিদ্যুতের ৫০টি ট্রান্সফরমার ও ২১৩ মিটার তার চুরি হয়েছে। চুরি করার সময় পল্লী বিদ্যুতের কর্মী ও স্থানীয়রা আসামি ধরে থানায় দেয়ার পর সেই ২টি ঘটনায়ই শুধু মামলা হয়েছে।
জানা গেছে, গত বছরের অক্টোবর মাস থেকে এই বছরের মে মাস পর্যন্ত উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে কুকুটিয়া, ষোলঘর, আটপাড়া, পাটাভোগ, হাঁসাড়া, কোলাপাড়া, তন্তর, বীরতারা ও শ্রীনগর এই ৯টি ইউনিয়ন থেকে ৫০টি ট্রান্সফরমার ও আটপাড়া, হাঁসাড়া এবং শ্রীনগর ইউনিয়ন থেকে ২১৩ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়েছে। চুরি হওয়া ট্রান্সফরমারগুলোর রেটিং ৫ থেকে সাড়ে ৩৭ কেভি। শ্রীনগর পল্লী বিদ্যুৎ সমিতির সূত্র জানায় চুরি যাওয়া এ সকল ট্রান্সফরমার ও তারের অনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। পল্লী বিদ্যুতের নিয়ম অনুসারে প্রথম বার ট্রান্সফরমার চুরি হলে এর অর্ধেক মূল্য গ্রাহক ও অর্ধেক মূল্য সমিতি বহন করে। কিন্তু একই স্থান থেকে দ্বিতীয় বা তার অধিকবার চুরি হলে এর পুরো অর্থ গ্রাহককেই পরিশোধ করতে হয়।
অর্থ পরিশোধ না করার কারণে অনেক স্থানে চুরি যাওয়ার পরও এখনো ট্রান্সফরমার লাগানো সম্ভব হয়নি। যে কারণে অনেক গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছে। গত ৬ই জুন রাত দেড়টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের নন্দীপাড়া এলাকায় ট্রান্সফরমার চুরি করার সময় বৈদ্যুতিক শকে খুঁটির উপর থেকে নিচে পড়ে গেলে আহত অবস্থায় চোর রাসেল শিকদার (২৩)কে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। রাসেল পদ্মা দক্ষিণ থানার হাজরাকান্দা এলাকার হবি শিকদারের ছেলে। সে শ্রীনগর কাঠপট্টি হালিম মাস্টারের বাড়ির ভাড়াটিয়া।
শ্রীনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মদন গোপাল সাহা বলেন, ট্রান্সফরমার ও তার চুরির ৩৭টি ঘটনায় প্রতিবারই শ্রীনগর থানায় এফআইআর করা হয়েছে। এফআইআরের রিসিভ কপি দেখিয়ে তিনি আরও বলেন, বেশ কয়েকবার একসঙ্গে একাধিক ট্রান্সফরমার চুরি হয়েছে। শ্রীনগর থানা পুলিশ ২টি মামলা রেকর্ড করেছে। পুরো জেলার মধ্যে শ্রীনগরেই সবচেয়ে বেশি ট্রান্সফরমার চুরি হচ্ছে। চোর ধরার পর কোথায় এগুলো বিক্রি হচ্ছে তা বের করে সবাইকে আইনের আওতায় আনার জন্য তিনি দাবি জানান তিনি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চোর রাসেলের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছে। আশা করছি পুরো চক্রটিকে বের করা সম্ভব হবে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]