ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

৫৮ বছর পর ইউরোপীয় শিরোপা ওয়েস্ট হ্যামের

স্পোর্টস ডেস্ক
৯ জুন ২০২৩, শুক্রবার
mzamin

সাল ১৯৬৫, সেবার উয়েফা কাপ উইনার্স কাপ জেতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। এরপর কেটে যায় ৫৮ বছর। আর কোনো ইউরোপিয়ান শিরোপার দেখা পায়নি ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবটি। দীর্ঘ খরা কাটিয়ে অবশেষে ইউরোপীয় ট্রফি মিললো ওয়েস্ট হ্যামের। ইউরোপা কনফারেন্স লীগ জিতলো দলটি। বুধবার চেক প্রজাতন্ত্রের এডেন অ্যারেনা স্টেডিয়ামে টুর্নামেন্টটির ফাইনালে ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা কুড়ায় ওয়েস্ট হ্যাম।

কনফারেন্স লীগ ফাইনাল ম্যাচের নিষ্প্রভ প্রথমার্ধের পর সেকেন্ড হাফে জমে ওঠে ম্যাচ। ৬২তম মিনিটে সফল স্পটকিকে ওয়েস্ট হ্যামকে এগিয়ে নেন দলটির আলজেরিয়ান লেফট উইঙ্গার সাইদ বেনরাহমা। পাঁচ মিনিটের ব্যবধানে ইতালিয়ান মিডফিল্ডার গিয়াকমো বোনাভেনতুরা গোলে সমতা টানে সিরি আ’র দল ফিওরেন্তিনা। নির্ধারিত সময় ১-১ ব্যবধানে শেষ হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা জেগেছিল। তবে ৯০তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতার ডিফেন্স চেড়া পাসে ওয়েস্ট হ্যামকে জয়সূচক গোলটি উপহার দেন ইংলিশ উইঙ্গার জ্যারড বোয়েন। 

ম্যাচ শেষে জ্যারড বোয়েন বলেন, ‘আমি অনেক আনন্দিত। আমাদের একটি স্বপ্ন ছিল। আমাদের সেরা মৌসুম নয় এটি। তবে সমর্থকদের এই (কনফারেন্স লীগ জয়ের) মুহূর্ত উপহার দিতে পেরে খুশিতে আত্মহারা হয়ে গেছি। এটা আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ। আমি অনেক খুশি। আজ (বুধবার) রাতে পার্টি করার পরিকল্পনা করেছি।’

কোচিং ক্যারিয়ারে নিজের প্রথম ইউরোপিয়ান ট্রফি জেতা ওয়েস্ট হ্যাম কোচ ডেভিড ময়েস বলেন, ‘ফুটবলে আমার দীর্ঘদিনের ক্যারিয়ার। কিন্তু এমন মুহূর্তের দেখা খুব কমই পেয়েছি।’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status