ঢাকা, ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বিসিসি নির্বাচন

নির্বাচনের ৩ দিন আগে বাতিল হলো ছাত্রলীগের সাবেক সভাপতি মান্নার মনোনয়ন

স্টাফ রিপোর্টার. বরিশাল থেকে
৯ জুন ২০২৩, শুক্রবারmzamin

নির্বাচনের ৩ দিন আগে মনোনয়ন বাতিল হলো মহানগর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রইজ আহমেদ মান্নার। গতকাল দুপুর ১টায় হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন তার মনোনয়ন বাতিল ঘোষণা করে। 

রইজ আহমেদ মান্না বর্তমানে কারাগারে রয়েছেন। আগামী ১২ই জুন বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন। ২নং ওয়ার্ড কাউন্সিলর পদে মান্না ও তার ভাই দুটি মনোনয়ন ক্রয় করেন। এর পরপরই নৌকার কর্মিীদের মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার ও তার ভাই মুন্নার মনোনয়ন বাতিল করা হয়। দুই ভাই এর বিরুদ্ধে আপিল করেন। আপিলে বড় ভাই মুন্নার মনোনয়ন বৈধ হলেও মান্নার মনোনয়ন অবৈধই থাকে। পরে হাইকোর্ট থেকে তার মনোনয়ন বৈধ হয়। ঘুড়ি মার্কা নিয়ে তার সমর্থকরা মাঠে নামেন।

বিজ্ঞাপন
কারাগারে থাকা অবস্থায় মান্নাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। তবে নির্বাচনের মাঠে তার ব্যাপক প্রচরণা চলে। প্রচুর সমর্থক দিনরাত মাঠে কাজ করায় তার বিজয়ের সম্ভাবনা সৃষ্টি হয়। এরই মধ্যে সংবাদ মেলে তার মনোনয়ন বাতিল হয়েছে। 

এডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, হাইকোর্টের অ্যাপিলেড ডিভিশন দুপুর ১টায় তার মনোনয়ন বাতিল করে। মান্নার ভাই মুন্না মনোনয়ন বাতিলের কথা স্বীকার করেছেন। জানা গেছে, মান্নার সমর্থকরা শেষ মহৃর্তে মনোনয়ন বাতিল হওয়ায় মুষরে পড়েছেন। তারা এখন মান্নার ভাই মুন্নার লাটিম মার্কা নিয়ে মাঠে নামবেন বলে জানা গেছে। উল্লেখ্য, রইজ আহমেদ মান্না বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ডান হাত বলে পরিচিত।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status