কলকাতা কথকতা
ইডি দপ্তরে জেরা শুরু রুজিরার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

বাড়ি থেকে বের হলেন ভারতীয় সময় বেলা ১২টা পাঁচ মিনিট নাগাদ। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দপ্তরে পৌঁছালেন বারোটা বত্রিশ মিনিট নাগাদ। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পরে শুরু হলো অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দোপাধ্যায়ের জেরা। কয়লা কেলেঙ্কারির তদন্তের জন্যে রুজিরাকে জেরা করা হচ্ছে। এক বছর আগে জুনের তৃতীয় সপ্তাহে তাঁকে শেষবার জেরা করা হয়। রুজিরাকে জেরা করছে ইডি আধিকারিক পঙ্কজ শর্মার নেতৃত্বে বিশেষ একটি টিম। রুজিরাকে জেরা করার জন্য ইডির তিনজন অফিসার দিল্লি থেকে বৃহস্পতিবার ভোরেই উড়ে এসেছেন। তিন পাতার একটি প্রশ্নমালাও রচনা করা হয়েছে রুজিরার জন্যে। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই জেরা উপলক্ষ্যে। মাছি-মশা গলারও উপায় নেই। উল্লেখযোগ্য যে পাঁচ জুন রুজিরা তাঁর সন্তানদের নিয়ে কলকাতা বিমানবন্দর থেকে বিমানে দুবাই যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু, অভিবাসন দপ্তর তাঁকে আটকে দেয় ইডির লুক আউট নোটিশ ছিল বলে। এরপর রুজিরা ইডির চিঠি পান আট জুন হাজিরার জন্যে। দুটি বিষয়কেই উদ্দেশ্য প্রণোদিত বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।