বাংলারজমিন
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
(১ বছর আগে) ৭ জুন ২০২৩, বুধবার, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৪০ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে সিএনজি ও ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দু’জন হলেন- রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহবুব আলম (৪০) ও মাহবুব আলমের ১৬ মাসের শিশুসন্তান আব্দুর রহমান। মাহবুব আলম স্কয়ার ফার্মাসিটিক্যালস কোম্পানিতে ফার্মাসিস্ট পদে চাকরি করতেন।
পাকশী হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মাহবুব আলম মঙ্গলবার রাজশাহীতে তাঁর এক আত্মীয়ের বাড়িতে জানাজা অনুষ্ঠানে যোগদান শেষে ওই রাতে স্ত্রী ও দুই ছেলেসহ ভাড়ায় চালিত একটি সিএনজিতে পাবনা শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ের কাছে বিপরীতমুখী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই দু’জনেরই মৃত্যু ঘটে।এসময় স্ত্রী ও ছেলে সামান্য আঘাতপ্রাপ্ত হলেও সিএনজি চালককে রাতে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার স্যানাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ের পুলিশ হতাহতদের উদ্ধার ও সেখান থেকে ট্রাক্টরটি জব্দ করেছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।