বাংলারজমিন
জমি নিয়ে বিরোধ
হাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
৬ জুন ২০২৩, মঙ্গলবারচট্টগ্রামের হাটহাজারীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইউনুছ (৪০) নামে একজন খুন হয়েছেন। উপজেলার ২নং ধলই ইউপি’র পশ্চিম ধলই আরজেনা বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইউনুছ ওই এলাকার মো. আমির হোসেনের পুত্র। এলাকাবাসী জানান, ইউনুছের সঙ্গে একই গ্রামের নজরুলদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ৩১শে মে সন্ধ্যা সাড়ে ৬টায় বিরোধপূর্ণ জমিতে নিহত ইউনুছ সীমানা খুঁটি দিতে যান। এ সময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ২৮নং ওয়ার্ডে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার বেলা আড়াইটার সময় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মাহাবুল আলম গতকাল সকালে হাটহাজারী মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা রুজু করেন। ঘটনায় জড়িত নজরুল ইসলাম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহতের স্ত্রী শারমিন আক্তার মানবজমিনকে বলেন, আমি তিন মাসের অন্তঃসত্ত্বা। আদনান (৭) নামে আমাদের একটি পুত্র সন্তান রয়েছে। নজরুলরা পূর্ব পরিকল্পিতভাবে আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। ঘটনার পর আমরা মামলা করতে চেয়েছিলাম। আমার চাচাশ্বশুর-দেবর আলাউদ্দিন মামলা করতে দেয়নি। আপস-মীমাংসা করিয়ে দিবে, চিকিৎসার খরচ নিয়ে দিবে বলে তিনদিন সময় নষ্ট করে। আমি খুনিদের বিচার চাই। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউনুছ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়। মামলার পর পরই নজরুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।