ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

তীব্র গরমেও সিলেটে সরব প্রার্থীরা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৬ জুন ২০২৩, মঙ্গলবার
mzamin

গতকাল দিনভর সিলেটে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস গরম অনুভূত হয়। তীব্র গরমে নগরে হাঁসফাঁস অবস্থা। তবু থেমে নেই মেয়র প্রার্থীরা। গতকাল দুপুর থেকে তারা নগরে গণসংযোগ শুরু করেন। রাত পর্যন্ত চালান গণসংযোগ। তাদের সঙ্গে কর্মী সমর্থকরাও মাঠে ছিলেন। দুপুরে নগরের জিন্দাবাজার এলাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর তীব্র গরমেও থেমে নেই তার গণসংযোগ ও প্রচারণা। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে সিলেট নগরের জিন্দাবাজারস্থ বিভিন্ন মার্কেটে গণসংযোগ করেন। নগরের জালালাবাদ মার্কেটসহ আশপাশের কয়েকটি  মার্কেটে গণসংযোগ করেন এবং ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিশ্রুতি দেন। এ সময় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার ব্যবসায়ী বান্ধব সরকার।

বিজ্ঞাপন
সরকার ব্যবসায়ীদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়ে নির্বিঘ্নে ব্যবসার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। আমিও ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদের সম্মান করি। ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে আমাকে সব সময় পাশে পাবেন। 

আমি মেয়র নির্বাচিত হলে সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে সবসময় কাজ করে যাব। এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুজাত আলী রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, আব্দুল মতিন, মহানগর আওয়ামী লীগের সদস্য তাহমিন আহমদ, মহানগর যুবলীগের লীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজসহ নেতৃবৃন্দ। 

ষড়যন্ত্র বরদাশত করা হবে না- বাবুল: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে লাঙ্গলের বিজয় কেউ রুখতে পারবে না। কোনো ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আমি প্রথম থেকেই ইভিএম সম্পর্কে আতঙ্ক বোধ করছি। কারণ ইভিএম সম্পর্কে সাধারণ মানুষের পরিচিতি খুবই কম। নির্বাচন কমিশনের উচিত ইভিএম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। তিনি নগরীর শিবগঞ্জ বাজারে এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ও ভোটারদের উদ্দেশ্যে প্রতিক্রিয়া ব্যক্তকালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, নির্বাচনে আমি কাউকে প্রতিপক্ষ ভাবছি না। জনগণ বিচার করবে কে আগামীতে নগরের সেবক হবেন। তবে আমার বিশ্বাস এই নগরবাসী আর ফাঁকা বুলিতে বিশ্বাস করবে না।

তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, আমার দল বা আমি কখনো সন্ত্রাসী পুষি না। আমি সন্ত্রাস বাদে বিশ্বাসী নই, কারা সন্ত্রাসী করে সেটা জনগণই ভালো জানে। তিনি পরিচ্ছন্ন ও নান্দনিক নগরী গড়ার লক্ষ্যে আগামী ২১শে জুনের নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য ব্যবসায়ীসহ নগরবাসীর কাছে আহ্বান জানান। গণসংযোগকালে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ মুনিম চৌধুরী বাবু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশিরসহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

হাতপাখার উঠোন বৈঠক: সিলেট শহরে অবিস্মরণীয় উন্নয়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবিকে হাতপাখায় ভোট দেয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিযয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। তিনি উঠোনে উঠোন  বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বক্তব্যে তিনি আরও বলেন- মাহমুদুল হাসান এ নগরীর পুত্র। মানে নগর পুত্র। সে বাহির থেকে আসেনি। এ শহরে তার জন্য এবং এখানেই বড় হয়েছে। তারপর আবার সে সৎ, যোগ্য ও আমানতদার। তাকে হাতপাখায় ভোট দিয়ে বিজয়ী করুন। উঠোন বৈঠকে সংগঠনের সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদসহ এলাকার মুরুব্বি ও যুবকরা বক্তব্য রাখেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status