বাংলারজমিন
মানুষ আজ নিজের দেশেই পরাধীন: রিতা
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
৬ জুন ২০২৩, মঙ্গলবার
মানিকগঞ্জে উদ্বোধন করা হয়েছে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি পাঠাগার। বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার সার্বিক ব্যবস্থাপনায় রোববার বিকালে জেলা শহরের সেওতা এলাকায় জিয়াউর রহমানের ছবি সংবলিত সুসজ্জিত পাঠাগারটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। পাঠাগারে শোভা পাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনীর উপর লেখা বইসহ বিভিন্ন লেখকের বই। পাঠাগার উদ্বোধনের পাশাপাশি চিকিৎসক, রাজনীতিবিদ, সাংবাদিক সাহিত্যিক, লেখক, কবিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনের সমন্বয়ে পাঠাগারের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা। নবগঠিত জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি করা হয়েছে ডা. জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফাকে। জিয়া স্মৃতি পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা।
মুক্তিযুদ্ধে তার সাহসী ভূমিকা এবং স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ পেয়েছে লাল-সবুজের পতাকা। কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসনের কারণে স্বাধীন দেশের মানুষ আজ নিজের দেশেই পরাধীন। গণতন্ত্র হরণ করে আওয়ামী লীগ মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে ভোটের অধিকার। রিতা বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের এই দুঃশাসনে অতিষ্ঠ হয়ে গেছে। তারা চায় দেশে গণতন্ত্র ফিরে আসুক। তার জন্য দরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। জিয়া স্মৃতি পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চ্যুয়ালে যোগ দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি যোগ দিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবীর রিজভীসহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা। মানিকগঞ্জে ভার্চ্যুয়ালের নেতৃত্ব দেন জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা।