অনলাইন
করোনায় একদিনে আরও দুইজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১৪ অপরাহ্ন

করোনায় শনাক্ত ও মৃত্যু বাড়ছে। দেশে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার প্রায় ৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৭৫ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৬৮ জন। ৭৫ জনের মধ্যে রাজধানীতে ৭১ জন শনাক্ত হয়েছেন।
নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩৯ হাজার ৭১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৮৩ শতাংশ। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫০ জন। গত ২৪ ঘণ্টায় ৩৮ জন এবং এখন পর্যন্ত ২০ লাখ ৬ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮৩ টি নমুনা সংগ্রহ এবং ১ হাজার ২৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৩১ হাজার ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৮৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৯১ জন এবং নারী ১০ হাজার ৬৫৯ জন।