ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

সরকারবিরোধী বিক্ষোভে পথে নামলেন পোল্যান্ডের হাজার হাজার মানুষ

মানবজমিন ডিজিটাল

(৩ মাস আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ৫:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২০ অপরাহ্ন

mzamin

পূর্ব ইউরোপীয় দেশ পোল্যান্ডের  প্রথম যুদ্ধোত্তর গণতান্ত্রিক নির্বাচনের ৩৪তম বার্ষিকীতে পথে নেমে বিক্ষোভ জানালেন  কয়েক হাজার বিক্ষোভকারী। প্রায় আট বছরের জাতীয়তাবাদী শাসনের অবসান ঘটানোর লক্ষ্যে  উদারপন্থী বিরোধীরা  মিছিলে সামিল হন। 

রাজধানী ওয়ারশতে বিশাল সরকারবিরোধী মিছিলে ডানপন্থী প্রশাসনের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করতে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকরা অংশ নিয়েছিলেন। ৩৮ মিলিয়ন জনসংখ্যার দেশটির বিশাল জনতা ক্রাকোতে জড়ো হয়েছিলেন। তারা দেশের  সরকারের প্রতি হতাশা দেখিয়ে   সংবিধান লঙ্ঘন করার এবং দেশে মৌলিক অধিকার ক্ষুণ্ন করার অভিযোগ তুলেছেন।

দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক  সরকারের দাবি জানিয়ে আসছেন তারা। গভর্নিং ল অ্যান্ড জাস্টিস (পিআইএস) পার্টিকে উল্লেখ করে "ফ্রি, ইউরোপিয়ান পোল্যান্ড" লেখা ব্যানার নিয়ে কমপক্ষে দুই কিলোমিটার পর্যন্ত  জনতা মিছিল করে অগ্রসর হয়। কেউ কেউ ক্ষমতাসীন দলের নেতা জারোস্লো কাকজিনস্কির মুখোশ ধরেছিলেন যেখানে বড় বড় করে  "লজ্জা" শব্দটি লেখা ছিল।

আয়োজকরা জানান, দশ লাখ মানুষ মিছিলে জড়ো হয়েছিলেন যদিও পুলিশ ও সিটি কর্মকর্তারা কোনো হিসাব দেননি। মিছিলে অংশগ্রহণকারী একজন আইটি বিশেষজ্ঞ জ্যাসেক গোজডজ বলেছেন , “আমি অনেক মিছিলে অংশ নিয়েছি কিন্তু এত বড়  আকারের প্রতিবাদ কখনো দেখিনি। ''

জনমত জরিপগুলি দেখায় যে, গ্রীষ্মের পর  অনুষ্ঠিত নির্বাচনে রাশিয়া- ইউক্রেনের যুদ্ধের প্রভাব পড়তে চলেছে।  যুদ্ধ আইন ও  সরকারকে উৎসাহিত করেছে, যা ইউরোপে ক্রেমলিনের বিরুদ্ধে একটি নেতৃস্থানীয় কণ্ঠস্বর হিসাবে আবির্ভূত হয়েছে।

পিআইএস-এর দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হওয়ায় বিরোধীরা এখন সমর্থন জোগাড় করতে লড়াই করেছে, বর্তমান সরকারের  বিরুদ্ধে আইনের শাসন নষ্ট করার, রাষ্ট্রীয় মিডিয়াকে সরকারি মুখপত্রে পরিণত করার এবং হোমোফোবিয়াকে সমর্থন করার অভিযোগ আনা হয়েছে। যদিও প্রধানমন্ত্রী মাথেউসজ মরাউইকি -  এর সরকার কোনো গণতান্ত্রিক রীতিনীতিকে বিপর্যস্ত করার বিষয়টি অস্বীকার করেছেন।

বিজ্ঞাপন
বলেছেন, তাদের  লক্ষ্য হলো পশ্চিমের  চাপের বিরুদ্ধে ঐতিহ্যবাহী খ্রিস্টান মূল্যবোধ রক্ষা করা এবং অর্থনীতিকে আরও স্থিতিশীল করা।

সূত্র :  আলজাজিরা

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে

এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status