খেলা
এশিয়া সফরের আগে ধাক্কা খেলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৪ পূর্বাহ্ন

বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি শুট আউটে আর্জেন্টিনার মহাগুরুত্বপূর্ণ শেষ শটটি নেয়ার দায়িত্ব পড়ে তার ওপর। আর সফল স্পট কিক শেষে আর্জেন্টিনাকে শিরোপা উল্লাসে ভাসান তিনি। সেই গঞ্জালো মন্টিয়েলকে ছাড়াই এশিয়া সফর করতে হবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে। ২০২৬ বিশ্বকাপ বাছাই শুরুর আগে ফিফা উইন্ডোর অংশ হিসেবে চলতি মাসে এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা। আগামী ১৫ ও ১৯শে জুন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে লিওনেল মেসিরা দুটি প্রীতি ম্যাচ খেলবেন। তবে তার আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরির ধাক্কা। ক’দিন আগে সেভিয়াকে ইউরোপা লীগ শিরোপা জেতানোর নায়ক গঞ্জালো মন্টিয়েল ইনজুরিতে পড়েছেন। রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে স্প্যানিশ লা লিগার মৌসুমের শেষ ম্যাচে খেলতে নেমে প্রথমার্ধের ৭ম মিনিটেই পেশির ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন সেভিয়ার আর্জেন্টাইন রাইট-ব্যাক। আর্জেন্টিনার এশিয়া সফরের ২৭ সদস্যের দলে রয়েছেন তুখোড় ফর্মে থাকা মন্টিয়েল।
কাতারে বিশ্বকাপ তুলে ধরার পর ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচে জয় পায় স্কালোনির শিষ্যরা। পানামার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর কিরাসাওকে ৭-১ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। এশিয়া সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচটি হবে চীনের বেইজিংয়ে। ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপ জয়ের মঞ্চেও শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলেন মেসিরা। ইন্দোনেশিয়ার বিপক্ষের ম্যাচটি হবে জাকার্তায়। আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই শুরুর আগে ইন্দোনেশিয়ার সঙ্গে ম্যাচটি হবে মেসিদের শেষ প্রীতি ম্যাচ।