শেষের পাতা
মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন
স্টাফ রিপোর্টার
৫ জুন ২০২৩, সোমবার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটির সদস্য সচিব এডভোকেট শাহ আহমেদ বাদল এ আবেদন করেন। তিনি সাংবাদিকদের বলেন, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের নেতৃত্বে আমরা মানবজমিন ও নিউ এজ পত্রিকায় প্রকাশিত দুটি প্রতিবেদন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগে নজরে এনেছিলাম। কিন্তু অদ্যাবধি কোনো ব্যবস্থা গ্রহণ না করায় গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কন্টেম পিটিশন দায়ের করেছি।
পিটিশনে মেয়র তাপসকে আদালতে সশরীরে তলব করার নির্দেশনা চেয়েছি। কেন তাকে শাস্তি দেয়া হবে না এই মর্মে নোটিশ জারির নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার চেম্বার জজ আদালতে শুনানি করা হবে।
এর আগে গত ২৪শে মে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের দেয়া বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত দুটি প্রতিবেদন নজরে এনে সুপ্রিম কোর্টে ব্যবস্থা গ্রহণের দাবি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম।