ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

শেষের পাতা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন

বেলা যত গড়াচ্ছে আওয়ামী লীগের টেনশন তত বাড়ছে

জিয়া শাহীন, বরিশাল থেকে
৫ জুন ২০২৩, সোমবার

বাহ্যিক দৃষ্টিতে আওয়ামী লীগের কোন্দল প্রশমিত হলো। দীর্ঘদিন পর দুই ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ ও খোকন আব্দুল্লাহ পরস্পরকে জড়িয়ে ধরলেন। বরিশাল আওয়ামী লীগের একাংশ যেন হাঁফ ছেড়ে বাঁচলো। অন্তত ২০১৩ সালের নির্বাচনের মতো পরিস্থিতি হচ্ছে না। কিন্তু সেই স্বস্তি ছিল কয়েক মুহূর্তের। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ক্রমশ খোলস ছেড়ে যেভাবে বেরুচ্ছে, ওয়ার্ডে ওয়ার্ডে খবর মিলছে, নৌকার  প্রতীক হাতে নিয়ে লাঙ্গল বা হাতপাখার ক্যাম্পিং চলছে, তখন খোকন সেরনিয়াবাতের নৌকার নির্বাচনী পরিচালনা কমিটির কপালের ভাঁজ তত বাড়ছে।  

প্রথম থেকেই বরিশাল আওয়ামী লীগ তথা নৌকার প্রার্থী ও তার সমর্থকরা সাদিক সমর্থকদের বাদ দিয়ে চলার সিদ্ধান্ত নেয়। তাদের মতে, তারা বরিশালের ৩০টি ওয়ার্ডই গুছিয়ে এনেছিল। এ ক্ষেত্রে তারা সাদিক বিরোধী প্রচারণাকেই গুরুত্ব দেয়। সাদিকের ডান হাত বলে পরিচিত ছাত্রলীগের রইজ আহমেদ মান্নাকে গ্রেপ্তার, নীরব হোসের টুটুলের দেশ ত্যাগ অনেকটা স্বস্তি এনে দিয়েছিল।

বিজ্ঞাপন
তবে কয়েকদিনের মধ্যেই মান্নার মনোনয়ন বৈধ ঘোষণায় একটা বড় ধাক্কা খায় খোকন সেরনিয়াবাতের সমর্থকরা। মনোনয়ন বৈধ হবার পরপরই মান্নার সমর্থকরা রাস্তায় বেরিয়ে আসে। তাদের বেশির ভাগই আওয়ামী লীগ নেতাকর্মী। এরা শুধু মান্নার ঘুড়ি মার্কার প্রচারণায় ব্যস্ত। অপর দিকে সময় যত এগুচ্ছে লাঙ্গল ও হাতপাখার প্রার্থীরা বিএনপি’র ভোট ব্যাংকেই হাত বাড়াচ্ছে না, সাদিক সমর্থিতদের সঙ্গে গোপন যোগাযোগ রাখতে শুরু করেছে। একাধিক ওয়ার্ড থেকে নৌকার নির্বাচনী কমিটির কাছে সংবাদ আসতে শুরু করে- কিছু নেতাকর্মী হাতে নৌকার লিফলেট নিয়ে হাতপাখা কিংবা লাঙ্গলের প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে টেনশন বাড়ছে তাদের।

ভোটের হিসাবনিকাশে বিএনপি’র সবচেয়ে বড় ভোট ব্যাংকটি বরিশালে। এই সিটিতেই মেয়র হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন বিএনপি’র মজিবর রহমান সরোয়ার ও আহসান হাবিব কামাল। তাদের ভোট ব্যাংকে হাতপাখা ও লাঙ্গলের যেমন দৃষ্টি ছিল, তেমনি নৌকারও স্বপ্ন ছিল। যেহেতু বিএনপি নির্বাচন করছে না, তাদের ভোট ব্যাংকের একটি অংশ নৌকায় বা খোকন সেরনিয়াবাতকে ভোট দেবে। কিন্তু সে হিসাবেও গড়মিল দেখা যাচ্ছে। বিএনপি’র সাধারণ কর্মীরা ভোট দেবে এটি এখর প্রায় নিশ্চিত। আর সেদিকে আগেই হাত বাড়িয়েছেন লাঙ্গলের ইকবাল হোসেন তাপস এবং ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ ফয়জুল করিম। তবে কেউই নিশ্চিত হতে পারছেন না। বিএনপি নেতা মরহুম আহসান হাবিব কামালের পুত্র কামরুল আহসান রুপনের আশা বিএনপি’র ভোট ব্যাংকের বড় একটি অংশ তার বাক্সে পড়বে। কিন্তু গতকাল তাকে দল থেকে আজীবন বহিষ্কারের পর সে আশা কতোটুকু সফল হবে সেটি সময় বলে দেবে। আর হাতপাখা ও লাঙ্গল বিএনপি’র উপর ভর করে কতোটুকু এগুবে তা নিয়েও হিসাব চলছে।

দ্বিখণ্ডিত আওয়ামী লীগের ঐক্যের একটা সুযোগ এসেছিল গৌরনদীতে দলের বর্ধিত সভায়। সে সভায় হাসানাত, বাহাউদ্দিন নাসিম গেলেও যাননি খোকন সেরনিয়াবাত। এতে সাদিকপন্থি বা হাসানাতপন্থিরা আরও বেঁকে বসে। তবে শনিবার দুই ভাই কোলাকুলি করার পর কিছুটা স্বস্থি এলেও বিশ্বাসের জায়গায়টা এখনো নড়বড়ে। দুশ্চিন্তা ২০১৩ সালের নির্বাচন নিয়ে। সেবার জনপ্রিয় মেয়র শওকত হোসেন হিরণ হেরে যান বিএনপি’র আহসান হাবিব কামালের কাছে। তবে সে নির্বাচনে যতটা না বিএনপির কৃতিত্ব, তার চেয়ে বেশি আলোচিত ছিল হাসানাতন্থিদের ভোট বিএনপি’র বাক্সে যাওয়া নিয়ে। এবারো কি সেদিকে এগুচ্ছে- এ আলোচনা এখন চারিদিকে। 

হাতে নৌকার লিফলেট নিয়ে অন্য প্রার্থীর প্রচারণার প্রসঙ্গে নৌকার নির্বাচনী কমিটির অন্যতম সদস্য এডভোকেট আনিচ উদ্দিন শহিদ জানান, বিষয়টি তাদের কানে এসেছে। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনী কৌশলেও পরিবর্তন আনতে হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি কাউনিয়া এলাকা থেকে ৫ জনকে শুক্রবার রাতে আটক করে। আটকের কারণ থানা থেকে জানা না গেলেও, গুঞ্জন রয়েছে এরা নৌকায় ভোট না দিতে প্রচারণা চালাচ্ছিলো। যদিও শনিবার সকালে এদের সবাইকে ছেড়ে দেয়া হয়। এদিকে নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণা আরও বেড়েছে। বেড়েছে নেতাদের অংশগ্রহণ। অপর দিকে হাতপাখাও আর লাঙ্গলের উঠান বৈঠকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status