ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

শেষের পাতা

তীব্র তাপদাহ: বন্ধ সরকারি প্রাথমিক স্কুল সিদ্ধান্ত নেই বেসরকারিতে

স্টাফ রিপোর্টার
৫ জুন ২০২৩, সোমবার

তীব্র তাপদাহের কারণে চারদিনের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে আগামী বৃহস্পতিবার   
পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব সরকারি প্রাথমিক স্কুল। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হলেও বেসরকারি স্কুলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ই জুন (সোমবার) থেকে ৮ই জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে। 

এর আগে একই কারণে স্থগিত হয়েছিল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলা। ৩রা জুন থেকে এ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উপর দিয়ে এখন মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। এটি আগামী পাঁচ থেকে ছয়দিন অব্যাহত থাকতে পারে। গতকাল সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে দেশের ৪৪টি স্টেশনের আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে। এতে বলা হয়, এসব স্টেশনের মধ্যে ৩১টিতেই মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। 

এদিকে বেসরকারি স্কুলগুলোতে বন্ধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তারা শ্রেণি কার্যক্রম গরমের মধ্যেও চালু রাখছেন।

বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্যপরিষদের চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী মানবজমিনকে বলেন, আমরা বন্ধ দিচ্ছি না। গরমকালে গরম পড়বে এটাই স্বাভাবিক। আমাদের অধিকাংশ স্কুলে আইপিএস ও জেনারেটরের ব্যবস্থা রয়েছে। তাই খুব একটা সমস্যা হবে না। তিনি বলেন, বিভিন্ন কারণে এমনিতেই স্কুল বন্ধ থাকে। সরকারি স্কুলে ছেলেমেয়েরা পড়ালেখা থেকে দূরে থাকছে। অভিভাবকরা আমাদের কাছে দেন পড়ালেখা চলমান রাখতে তাই আমরা এখনো বন্ধের ব্যাপারে কিছু ভাবছি না। 
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status