ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

অনুমতি মেলেনি, সমাবেশ করতে চায় জামায়াত

স্টাফ রিপোর্টার
৫ জুন ২০২৩, সোমবার

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি, কেয়ারটেকার সরকার ব্যবস্থাসহ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ ঢাকায় সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার কথা রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সমাবেশের অনুমতি পায়নি জামায়াত। দলটির নেতারা বলছেন, সমাবেশের জন্য আগেই আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি চাওয়া হয়েছে। তবে গতকাল রাত পর্যন্ত সমাবেশের অনুমতি দেয়নি। সংবিধানে প্রত্যেক নাগরিকের সংগঠন ও সভা সমাবেশ করার অধিকার রয়েছে। জনগণের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নামতে বাধ্য হয়েছে দলটি। পুলিশের অনুমিত না পেলেও সমাবেশের প্রস্তুতি রয়েছে দলটির। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হঠাৎ করে জামায়াতের সমাবেশ করতে চাওয়ার কারণ খতিয়ে দেখছেন তারা। জামায়াতকে সমাবেশ করতে অনুমতি দেয়া হয়নি।

বিজ্ঞাপন
জোর করে সমাবেশ করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। 

কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ডিএমপি’র সহযোগিতা চেয়ে আবেদন করেছে জামায়াত। গত এক সপ্তাহ ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটে সমাবেশ উপলক্ষ্যে প্রস্তুতি সভাও করেছেন তারা। গতকাল বিকাল ৪টার দিকে জামায়াতে ইসলামীর পক্ষে এডভোকেট সাইফুর রহমান ডিএমপি কার্যালয়ে কমিশনারের সাক্ষাৎ চেয়েছিলেন। কিন্তু ডিএমপি’র পক্ষ থেকে জামায়াতের প্রতিনিধিদের সাক্ষাতের অনুমতি দেয়নি। সন্ধ্যায় এডভোকেট সাইফুর রহমান গণমাধ্যমকে জানান, বিকাল ৪টায় অ্যাপয়েনমেন্ট চেয়েছিলাম। কিন্তু তারা দেয়নি। সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচির অনুমতির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জামায়াতকে লিখিত বা মৌখিক কিছুই অবগত করেনি। মৌখিকভাবে জানিয়েছে সোমবার কর্মদিবস হওয়ায় কর্মসূচি পালন করতে দিতে পারছেন না। তিনি জানান, আমরা পুলিশ প্রশাসনকে ফোনে আশ্বস্ত করার চেষ্টা করেছি। জামায়াত শান্তিপূর্ণ ও শৃঙ্খলভাবে কর্মসূচি পালন করবে। কিন্তু তারা আমাদের কথা শুনছে না।  এদিকে সোমবারের কর্মসূচি বাস্তবায়নে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী নেতাকর্মী ও পেশাজীবীদের নিয়ে দফায় দফায় বৈঠক করছেন। 

ঢাকা মহানগর উত্তরের একটি থানার আমীর জানান, এর আগে পুলিশ বলেছিল- ৭ দিন আগে আবেদন করেনি তাই অনুমতি দেয় নাই। এবার তারা কর্মদিবসের কথা বলছে। এগুলো অনুমতি না দেয়ার মিথ্যা আশ্রয়। ঢাকা মহানগরের সবগুলো থানায় স্পষ্ট নির্দেশনা হচ্ছে-কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণের এক থানার আমীর জানান, কর্মসূচির অনুমতির বিষয়ে আমরা সোমবার সকাল ১১টা পর্যন্ত অপেক্ষা করবো। আর যদি প্রশাসন সহযোগিতা না করে সিনিয়র নেতারা সিদ্ধান্ত জানাবেন কি হবে। প্রশাসনের অবগত থাকা উচিত জামায়াত যখনই বলেছে কর্মসূচি পালন করবে সেটা করেছে। 

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেন, আমরা আল্লাহর উপর ভরসা করে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসন অনুমতি দেবে। আমাদের কর্মীদেরও দৈর্য্যধারণ করার জন্য বলা হয়েছে, তারা যেনো কোনো ধরনের উস্কানিতে পা না দেয়। 

এদিকে গতকাল বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, জামায়াত বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এই কর্মসূচি ঘিরে তারা বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। আমাদের কমিশনার বরাবর তারা যে আবেদন করেছিল জানমালের কথা চিন্তা করে তিনি নিষেধ করেছেন। এখন জামায়াত যদি পুলিশের কথা অমান্য করে, পুলিশের কথা না শুনে জোর করে আইনশৃঙ্খলার বিঘ্ন করে জানমালের ক্ষতি করে বিক্ষোভ করতে চায় সেক্ষেত্রে আইনগত প্রক্রিয়ায় যা করার তাই করা হবে। প্রয়োজনে কঠোর অ্যাকশন নেয়া হবে। তাহলে কী তারা অনুমতি পাচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সোমবার অফিস-আদালত খোলা। মানুষ অফিস আদালতে যাবে, ব্যবসাপ্রতিষ্ঠানে যাবে। এখন এদিক বিবেচনা করে আমাদের কমিশনার কাউকে অনুমতি দেননি। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, যানমালের ক্ষতি হতে পারে এসব বিবেচনা করে জামায়াত-শিবির চক্রের যারা মিছিল করতে চায় তাদেরকে অনুমতি দেয়া হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীকে বলা আছে, তারা যেন কর্মসূচি না করে। নিষেধ করা হয়েছে। এরপরও তারা যদি আইনশৃঙ্খলা বাহিনীর কথা অমান্য করে জোর করে যানমালের ক্ষতি করে গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভ সমাবেশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে চায় সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়ায় এই উস্কানিদাতাদের বিরুদ্ধে, অবৈধ সমাবেশের বিরুদ্ধে অ্যাকশন নেবো।  জাতীয় নির্বাচনের আগে তারা প্রকাশ্যে সক্রিয় হচ্ছে এটা কিসের আলামত এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, হঠাৎ করে তারা বিক্ষোভ সমাবেশ কেন করতে চায় সেটি আমরা তদন্ত করে দেখছি। বিভিন্ন জায়গা থেকে জামায়াতকে অর্থনৈতিকভাবে সাহায্য করছে এ বিষয়ে জানতে চাইলে ডিবি’র অতিরিক্ত কমিশনার বলেন, এটা নিয়ে তদন্ত চলছে।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status