ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

চেয়ারম্যান পুত্রের তাণ্ডব

বন্দরে সাংবাদিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে টাকা লুট

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
৪ জুন ২০২৩, রবিবারmzamin

সন্ত্রাসী শুভ

নারায়ণগঞ্জের বন্দরে তাণ্ডব চালিয়ে এক সাংবাদিকের কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে চেয়ারম্যান পুত্র শুভ ও তার বাহিনী। শুক্রবার সন্ধ্যায় লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডস্থ বাহাউদ্দিনের মাঠে মোজ্জাম্মেল মিয়ার চায়ের দোকানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত ভুক্তভোগী সাংবাদিক নূরুজ্জামান মোল্লা (৪৭) কামতাল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর উপজেলা প্রতিনিধি।  সন্ত্রাসী মাহমুদুল হাসান শুভ মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে। সে পুলিশের ওপর হামলা সহ ডজন খানেক মামলার আসামি। এ ঘটনায় আহত নূরুজ্জামান মোল্লার স্ত্রী বাদী হয়ে বন্দর থানায় একটি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, নূরুজ্জামান মোল্লা সাংবাদিকতার পাশাপাশি স্থানীয় ব্যবসার সঙ্গে জড়িত। তার ওই ব্যবসার কাজে  অপর এক প্লাস্টিকের দানা ব্যবসায়ী রাজু আহম্মেদকে পাওনা দুই লাখ টাকা দিতে শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড মসজিদের বিপরীতে বাহাউদ্দিনের মাঠে মোজ্জাম্মেল মিয়া চায়ের দোকানে যান। 

 এ সময় দোকানের ভেতরে বসে মাথা নিচু করে টাকা গণনা করছিলেন। সে মুহূর্তে শুভ ও  তার বাহিনীর ৬/৭ জন সন্ত্রাসী সাদা মাইক্রোবাস হাইস নিয়ে মাঠে নেমে দোকানে ঢুকে নূরুজ্জামানকে লাথি দিয়ে ফেলে মাথায় অস্ত্র ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

বিজ্ঞাপন
পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা হাইস গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ খবর পেয়ে স্থানীয় লোকজন আহত অবস্থায় নূরুজ্জামানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছেন। বন্দর থানার ইন্সপেক্টর তদন্ত আবু বকর ছিদ্দিক জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, এর আগে মোটরসাইকেলের কাগজপত্র চাওয়ায় কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই শফিউল্লাহ সহ ৪ সদস্যের ওপর হামলা চালিয়েছে শুভ ও তার  বাহিনী। ৩০ লাখ টাকা চাঁদার দাবিতে ধামগড় ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ড সদস্য হাজী সফুরউদ্দিনকে তুলে নিয়ে নির্যাতন চালায় শুভ বাহিনী। গত মঙ্গলবার দুপুরে চাঁদার দাবিতে কামতাল গ্রামে অবস্থিত টোটাল ফ্যাশন গার্মেন্টে গেইটে হামলা চালায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status