বাংলারজমিন
চেয়ারম্যান পুত্রের তাণ্ডব
বন্দরে সাংবাদিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে টাকা লুট
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
৪ জুন ২০২৩, রবিবার
সন্ত্রাসী শুভ
নারায়ণগঞ্জের বন্দরে তাণ্ডব চালিয়ে এক সাংবাদিকের কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে চেয়ারম্যান পুত্র শুভ ও তার বাহিনী। শুক্রবার সন্ধ্যায় লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডস্থ বাহাউদ্দিনের মাঠে মোজ্জাম্মেল মিয়ার চায়ের দোকানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত ভুক্তভোগী সাংবাদিক নূরুজ্জামান মোল্লা (৪৭) কামতাল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর উপজেলা প্রতিনিধি। সন্ত্রাসী মাহমুদুল হাসান শুভ মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে। সে পুলিশের ওপর হামলা সহ ডজন খানেক মামলার আসামি। এ ঘটনায় আহত নূরুজ্জামান মোল্লার স্ত্রী বাদী হয়ে বন্দর থানায় একটি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, নূরুজ্জামান মোল্লা সাংবাদিকতার পাশাপাশি স্থানীয় ব্যবসার সঙ্গে জড়িত। তার ওই ব্যবসার কাজে অপর এক প্লাস্টিকের দানা ব্যবসায়ী রাজু আহম্মেদকে পাওনা দুই লাখ টাকা দিতে শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড মসজিদের বিপরীতে বাহাউদ্দিনের মাঠে মোজ্জাম্মেল মিয়া চায়ের দোকানে যান।
এ সময় দোকানের ভেতরে বসে মাথা নিচু করে টাকা গণনা করছিলেন। সে মুহূর্তে শুভ ও তার বাহিনীর ৬/৭ জন সন্ত্রাসী সাদা মাইক্রোবাস হাইস নিয়ে মাঠে নেমে দোকানে ঢুকে নূরুজ্জামানকে লাথি দিয়ে ফেলে মাথায় অস্ত্র ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।