অনলাইন
মিতুকে গুলি করা সেই কালু গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
(৩ মাস আগে) ৩ জুন ২০২৩, শনিবার, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৪ পূর্বাহ্ন

প্রায় সাত বছর লুকিয়ে থাকার পর চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কালুকে গ্রেপ্তার করা হয়েছে। মিতুকে এই কালুই গুলি করেছে বলে সিসিটিভি ফুটেজে উঠে এসেছিল।
শনিবার (৩ জুন) রাতে চট্টগ্রাম নগরের বিশ্ব কলোনি এলাকা থেকে পিবিআই ও রাঙ্গুনিয়া থানা পুলিশের যৌথ টিম তাকে গ্রেপ্তার করে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিল্কী মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিতু হত্যা মামলার আসামি কালু দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। গতকাল রাতে পিবিআই ও রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি টিম তাকে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করেছে। সে বর্তমানে আমাদের হেফাজতে আছে। দুপুরের দিকে তাকে আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে দুইটি ওয়ারেন্ট আছে।
পিবিআইয়ের পুলিশ সুপার নাঈমা সুলতানা গণমাধ্যমকে বলেন, নগরীর বিশ্ব কলোনি এলাকা থেকে কালুকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি ছদ্মবেশে দীর্ঘদিন ধরে লুকিয়ে ছিলেন। কিলিং মিশনে তিনি আরেক আসামি মূসার সঙ্গে ছিলেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ই জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় খুন হন সাবেক পুলিশ বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এই ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ সাত জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয় পিবিআই। এ অভিযোগপত্র গত ১০ অক্টোবর গ্রহণ করেন আদালত। মিতু হত্যায় বাবুল আক্তারসহ অনেকেই এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন।
পাঠকের মতামত
I think KALU now agreed to open mouth against BABUL AKHTAR, definitely he was under police secret custody.
সত্য প্রকাশ হতে চায়। কিন্তু সব সত্য কি প্রকাশ পায়?
কালু এই সাত বছর আত্নগোপন করেছিল নাকি পিবিআই এর বিশেষ হেফাজতে ছিল সেটা সময়ই বলে দিবে। যাইহোক, দাদাবাবু কর্মকর্তারা আর নাঈমা'রা মনে হচ্ছে পরিক্ষিত সৎ অফিসার বাবুল আক্তারকে আর বাচতে দেখতে চায়না ! অথচ কেওই শেষপর্যন্ত বাচেনা ! মৃত্যুর আলিঙ্গন লঙ্ঘিতে পারে এ সাধ্য কার ??!!
অনেক নাটকীয়তার পর সরকারের শেষ মুহুর্তে জাতি নতুন কিছু শোনার অপেক্ষায়!!
পিবিআইয়ের পুলিশ সুপার নাঈমা সুলতানা তিনি যদি এই মামলার তদন্ত করেন তাহলে আরেকটি জ্জমিয়া নাটক হতে যাচ্ছে !! কারন এটা স্পষ্ট করা হয়েছে আগেই বনজ কুমার আর নাঈমা পথের কাঁটা ছিল বাবুল আক্তার ।
পাকিস্তানের রাজনীতিতে নাক গলানো এবং সরকারকে নিয়ন্ত্রণ করার সেনা বাহিনীর দীর্ঘ দিনের যে ঐতিহ্য তার মূলে আঘাত করেছেন ইমরান খান। এর আগে পাকিস্তানের কোন রাজনীতিবিদ এভাবে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে দাড়ান নি। পাকিস্তান সেনাবাহিনী ইমরান খানকে খুব সহজে ছেড়ে দেবে এটা ভাবার কোন কারণ নেই। ইমরান খানের পরিনতি ভুট্টোর মতো হয় কি না সেটাই দেখার বিষয়।
নানা ধরনের নাটক সম্বলিত এই মামলার আসল ঘটনা জানা আদৌ সম্ভব হবে কি?
এখন বাবুল আক্তার কতোটুকু সম্পৃক্ত জানা যাবে আশা করি ।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে
এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত
এনডিটিভি'তে সাগরিকা সিনহা/ শেখ হাসিনার ধারণা, বাংলাদেশে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]