ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

সাধারণ মানুষ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে

স্টাফ রিপোর্টার
৩ জুন ২০২৩, শনিবার
mzamin

প্রস্তাবিত বাজেট নিয়ে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, এ বছরেই প্রত্যাশিত রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে গণমানুষের কাঙ্ক্ষিত ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। কয়েক কোটি দরিদ্র, বেকার ও পুষ্টিহীন মানুষের জীবনমান উন্নয়নে বাজেটে কোনো পরিকল্পনা গৃহীত হয়নি। উন্নয়নের ডামাডোল ও বৈষম্যের আড়ালে, দেশের সাধারণ নাগরিক বা জনগণ রাষ্ট্রের কাছে অপ্রয়োজনীয় ও  অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, আর্থ-সামাজিক উন্নয়নে তাদের অবদানকে খাটো করে দেখা হচ্ছে।  গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি  এসব কথা বলেন।  

জেএসডি সভাপতি বলেন, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কর্মসংস্থানহীনতায় কোটি কোটি মানুষের জীবন আরও বিপর্যয়ের মুখে পড়বে। সমস্যাজর্জরিত বৃহৎ জনগোষ্ঠী সমাজের ভয়ঙ্কর অসঙ্গতিতে হতবুদ্ধি ও নির্বাক হয়ে পড়েছে। রাজনীতির ক্রমবর্ধমান দুর্বৃত্তায়ন রাষ্ট্র ও সমাজকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। দুর্নীতি, অপচয় ও অর্থপাচার বন্ধ করে, ভয়াবহ আয়-বৈষম্য কমিয়ে এনে দারিদ্র্যবিমোচন, কর্মসংস্থান প্রশ্নটি অগ্রাধিকার প্রদান করত সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা বাজেটে পরিলক্ষিত হয়নি। 

আ স ম রব বলেন, আমাদের লক্ষ্য অর্জনে, গণমানুষের স্বপ্ন পূরণে, বিদ্যমান আর্থ রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status