কলকাতা কথকতা
একটা বায়রন বিশ্বাসের দলত্যাগ বিরোধী ঐক্যে ফাটল ধরাতে পারবে না : মমতা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ মাস আগে) ৩১ মে ২০২৩, বুধবার, ৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন

১২ই জুন জয়প্রকাশ নারায়ণের কর্মক্ষেত্র পাটনা থেকে বিরোধীদের জয়োযাত্রার শুরু হবে- বুধবার সন্ধ্যায় তার এই উপলব্ধির কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশের টুইট বার্তা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এই কথা বলেন। জয়রাম রমেশ গত সোমবার কংগ্রেসের একমাত্র বিধায়ক বায়রন বিশ্বাসের তৃণমূলে যোগদান প্রসঙ্গে লেখেন যে, একই সঙ্গে পচিং আর ঐক্য চলতে পারে না। ত্রিপুরা, মেঘালয়, গোয়ায় যা হয়েছে তারই পুনরাবৃত্তি হয়েছে। এর মাধ্যমে বিজেপির হাত শক্ত হয়েছে। মমতা এই প্রসঙ্গে বলেন, জয়রাম জি সেই সব রাজ্যের কথা বলেছেন যেখানে আমরা প্রতিদ্বন্দিতা করেছি। কই তিনি তো রাজস্থানের মতো রাজ্যের কথা বলেননি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে, একজন বায়রন বিশ্বাসের দলত্যাগে বৃহত্তর ঐক্য কোনো দিন ক্ষুন্ন হবে না। নীতিশ জি সবাইকে একটা মঞ্চ দিচ্ছেন, সবার লক্ষ্য যখন বিজেপি বিতারণ তখন সমস্যা হবে কেন? টুইটে জয়রাম রমেশ বিশ্বাসহীনতার কথা বলেছেন। মমতা বলেন, বিশ্বাসযোগ্যতার কোনও অভাব হবে না।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত
সৌরভের আশ্চর্য রূপান্তর/ ছিলেন ক্রিকেটার, হয়ে গেলেন শিল্পপতি
দিল্লি হাইকোর্টের চাঞ্চল্যকর রায়/ বিয়ের পর যৌন সম্পর্কে লিপ্ত না হওয়াটা নিষ্ঠুরতার শামিল

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]