ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বাংলাদেশের হয়ে খেলতে চান মোহামেডানের ‘হিরো’ দিয়াবাতে

স্পোর্টস রিপোর্টার
১ জুন ২০২৩, বৃহস্পতিবার
mzamin

অতীতের সমৃদ্ধ ইতিহাসের স্মৃতিচারণ করেই কাটছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের একেকটি মৌসুম। অবশেষে দীর্ঘ সময় শিরোপা খরায় ভোগা দলটি সাফল্যের মুখ দেখেছে। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে ঘরে তুলেছে এবারের ফেডারেশন কাপ। মোহামেডানের শিরোপা জয়ের নায়ক পশ্চিম আফ্রিকার দেশ মালির ফুটবলার সোলেমান দিয়াবাতে। ২০১৮ সালে মোহামেডান ক্লাবে যোগ দেন তিনি। এবার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন তার।

২০০৯ সাল, সবশেষ ফেডারেশন কাপ জিতেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর কেটে যায় ১৪টি বছর। বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টের শিরোপা তো দূরের কথা ফাইনালেও পৌঁছাতে পারেনি মোহামেডান। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মোহামেডানকে কাপ জেতালেন সোলেমান দিয়াবাতে। ফাইনালে তিনি একাই করেন চার গোল।

বিজ্ঞাপন
সোমবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফাইনালের শুরুতে দাপট দেখায় আবাহনী। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া আবাহনী ধারালো ফুটবল দেখায় দ্বিতীয়ার্ধের শুরুতেও। 

তবে  মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে মোহামেডানকে সমতায় ফেরান দিয়াবাতে। ৬৬তম মিনিটে ফের এগিয়ে যায় আবাহনী। ৮৩তম মিনিটে দিয়াবাতের গোলে আবারো সমতায় ফেরে মোহামেডান। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ফাইনালের ১০৮তম মিনিটে দিয়াবাতের পেনাল্টি গোলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় মোহামেডান। যদিও পরে গোল আদায় করে খেলা টাইব্রেকারে নিয়ে যায় আবাহনী। টাইব্রেকারেও গুরুত্বপূর্ণ একটি গোল করেন সোলেমান দিয়াবাতে। 

বাংলাদেশের প্রতি অদ্ভুত মায়া এই ফুটবলারের। এলিটা কিংসলের বাংলাদেশ দলের হয়ে খেলা আশা জাগিয়েছে তার। দিয়াবাতে স্বপ্ন দেখেন লাল সবুজের জার্সিতে মাঠে নামার। তিনি বলেন, ‘আমি অনেক দিন ধরে মোহামেডানে আছি। বাংলাদেশ আমার খুব ভালো লাগে। আমার স্বপ্ন একদিন জাতীয় দলে খেলা। এলিটার সুযোগ আমাকে স্বপ্ন দেখিয়েছে। যদি সত্যিই আমাকে সুযোগ দেয়া হয় আমি তা লুফে নেব। সবকিছুই নির্ভর করছে বাফুফের ওপর। তারা চাইলে আমি বাংলাদেশের হয়ে খেলতে রাজি। আমি সব সময় তৈরি।’

বাংলাদেশে খেলতে এসে এদেশের নাগরিকত্ব পাওয়া একমাত্র ফুটবলার নাইজেরিয়ায় জন্ম নেয়া এলিটা কিংসলে। কাছ থেকেই তার সংগ্রাম দেখেছেন দিয়াবাতে। এজন্যই হয়তো বাংলাদেশি পাসপোর্ট প্রাপ্তি নিয়ে কিছুটা সংযম প্রকাশ করেন তিনি। দিয়াবাতে বলেন, ‘আমি নিজে থেকে পাসপোর্ট চাইব না। তারা যদি চায়, তাহলে আমি এটা পেতে পারি।’

মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ফেডারেশন কাপের শিরোপা জিতিয়ে একাধিক স্বীকৃতি পান সোলেমান দিয়াবাতে। ফেডারেশন কাপের সেরা খেলোয়াড়, ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ও টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার (৮ গোল) কুড়ান তিনি। দিয়াবাতের তিন পুরস্কারই মা আর পরিবারকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, ‘আমি আমার ও পরিবারকে এসব পুরস্কার উৎসর্গ করছি। মা মালিতে থাকেন। এই মুহূর্তে তাকে খুব মনে পড়ছে। মনে পড়ছে আমার গোটা পরিবারকে।’  

মোহামেডানের সতীর্থদের কৃতিত্ব দিয়ে দিয়াবাতে বলেন, ‘আমি ভীষণ আনন্দিত। তবে এই কৃতিত্ব আমার একার নয়। গোটা দল আমাকে সহায়তা করেছে। আমি গোলের সুযোগ কাজে লাগিয়েছি। আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা।’
১৯৯১ সালে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জন্ম নেয়া দিয়াবাতে ২০১৮ সালে মোহামেডানে খেলতে আসেন। মোহামেডানের হয়ে গত চার মৌসুমে ৭০ এর ওপর ম্যাচ খেলেছেন মালির এই ফুটবলার। গোল করেছেন ৫৬টি। গত মৌসুমে তিনি হয়েছিলেন লীগের সর্বোচ্চ গোলদাতা।  ৩২ বছর বয়সী এই ফুটবলার এই মৌসুমে এখন পর্যন্ত ২০ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন। বুধবার শিরোপা জয়ের পর গণমাধ্যমকে দিয়াবাতে জানান, শিগগিরই তার ছোট ভাইকেও বাংলাদেশের ফুটবলে খেলতে নিয়ে আসবেন।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status