খেলা
প্রতিবেশীর বাড়িতে যায় বল, বন্ধ হলো ইংল্যান্ডের শতবর্ষী মাঠ
স্পোর্টস ডেস্ক
১ জুন ২০২৩, বৃহস্পতিবার
মাঠের পাশে বাড়ি, মাঠ থেকে মারা চার-ছক্কার বল গিয়ে পড়ছে সেখানে! বাংলাদেশের গ্রাম-মহল্লার ক্রিকেটে এটা খুবই স্বাভাবিক ঘটনা। অনেক সময় বাড়িওয়ালা বকাবকি করলেও ক্রিকেটাররা তাতে কান না দিয়ে বল কুড়িয়ে আবার খেলা শুরু করে। কিন্তু এমন ঘটনায় বিলেত পাড়ায় বন্ধ হয়ে গেলো শত বছরের পুরনো ক্রিকেট মাঠ! ঘটনা ইংল্যান্ডের উইমবর্ন শহরে। এখানেই কোলহিল ক্রিকেট নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করা হয় ১৯০৫ সালে। মাঠের পাশে কয়েক বছর আগে ১.৫ মিলিয়ন পাউন্ড দিয়ে বাড়ি কেনেন এক ব্যক্তি। তিনিই মাঠ থেকে যাওয়া বলের আঘাতে বাড়ির ব্যালকনি ও বাগানে ক্ষতির অভিযোগ করেছেন। শুধু তিনি নন, আরেক প্রতিবেশির একই কারণে ছাদ নষ্টের অভিযোগ।
এই অভিযোগকারী প্রায় ৩০ বছর ধরে ওই মাঠের বাসে বসবাস করেন। তবে তাদের দাবি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ। এ কারণেই তারা আপাতত মাঠে খেলা বন্ধ রেখেছে। এছাড়া উচু পাঁচিল তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ৩৫০০ পাউন্ড খরচ করা হয়েছে। আরও ১৩০০০ পাউন্ড খরচ করা হবে। ক্লাব কর্তৃপক্ষের আক্ষেপ, প্রতিবেশীরা সহমর্মিতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে না।