খেলা
প্রতিবেশীর বাড়িতে যায় বল, বন্ধ হলো ইংল্যান্ডের শতবর্ষী মাঠ
স্পোর্টস ডেস্ক
১ জুন ২০২৩, বৃহস্পতিবার
মাঠের পাশে বাড়ি, মাঠ থেকে মারা চার-ছক্কার বল গিয়ে পড়ছে সেখানে! বাংলাদেশের গ্রাম-মহল্লার ক্রিকেটে এটা খুবই স্বাভাবিক ঘটনা। অনেক সময় বাড়িওয়ালা বকাবকি করলেও ক্রিকেটাররা তাতে কান না দিয়ে বল কুড়িয়ে আবার খেলা শুরু করে। কিন্তু এমন ঘটনায় বিলেত পাড়ায় বন্ধ হয়ে গেলো শত বছরের পুরনো ক্রিকেট মাঠ! ঘটনা ইংল্যান্ডের উইমবর্ন শহরে। এখানেই কোলহিল ক্রিকেট নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করা হয় ১৯০৫ সালে। মাঠের পাশে কয়েক বছর আগে ১.৫ মিলিয়ন পাউন্ড দিয়ে বাড়ি কেনেন এক ব্যক্তি। তিনিই মাঠ থেকে যাওয়া বলের আঘাতে বাড়ির ব্যালকনি ও বাগানে ক্ষতির অভিযোগ করেছেন। শুধু তিনি নন, আরেক প্রতিবেশির একই কারণে ছাদ নষ্টের অভিযোগ।
এই অভিযোগকারী প্রায় ৩০ বছর ধরে ওই মাঠের বাসে বসবাস করেন। তবে তাদের দাবি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ। এ কারণেই তারা আপাতত মাঠে খেলা বন্ধ রেখেছে। এছাড়া উচু পাঁচিল তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]