খেলা
সিলেটে ফলোঅনের মুখে বাংলাদেশ ‘এ’ দল
স্পোর্টস ডেস্ক
১ জুন ২০২৩, বৃহস্পতিবার
অধিনায়ক বদলেও হতশ্রীই থেকে গেলো বাংলাদেশ ‘এ’ দলের চেহারা। তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে থাকা স্বাগতিকরা শেষ আনঅফিসিয়াল টেস্টে ফলোঅনের মুখে। গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাত্র ১৫৭ রানে সাত উইকেট হারিয়ে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ করে সাইফ হাসানের দল। তখনও পিছিয়ে ২৮৮ রানে। আর ফলোঅন এড়াতে প্রয়োজন ১৩৮ রানের। সিরিজের প্রথম ম্যাচে হারের শঙ্কা থাকলেও শেষ মুহূর্তে কোনো রকমে পরাজয় এড়ায় বাংলাদেশ ‘এ’ দল। তবে অনানুষ্ঠানিক সিরিজের দ্বিতীয় টেস্টে ৩ উইকেটে হেরে যায় অধিনায়ক আফিফ হোসেন দল। গতকাল শুরুতে মাহমুদুল হাসান জয় ৯, পরবর্তীতে ৫ রানে বিদায় নেন মুমিনুল হক। এরপর জাকির হাসানকে নিয়ে অধিনায়ক সাইফ হাসান হাল ধরার চেষ্টা চালাচ্ছিলেন। তবে ব্যক্তিগত ২৯ রানে থাকাকালে রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন জাকির। এরপর আরও ২ উইকেট হারায় স্বাগতিকরা। ইয়াসির আলী রাব্বি ৯ এবং শাহাদাত হোসেন দিপু থামেন মাত্র ৩ রানে। পরবর্তীতে সাইফ ফেরেন ৩২ রানে। দ্রুত রান তুলতে থাকা নুরুল হাসান সোহানও ফেরেন ২৮ রান করে। দিন শেষে তানজিম হাসান সাকিব ১৭ ও নাসুম আহমেদ ৭ রানে অপরাজিত থাকেন। এর আগে নাসুমের ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ইনিংস থামে ৪৪৫ রানে। আগের দিন ৩২০ রানের সঙ্গে গতকাল প্রথম সেশনে ১২০ রান যোগ করে ক্যারিবিয়ানরা।