প্রবাস
নিউইয়র্ক জ্যাকসন হাইটস ইউনিট আওয়ামী লীগের নতুন কমিটি
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৩১ মে ২০২৩, বুধবার, ৮:৩৮ অপরাহ্ন

নিউইয়র্ক আওয়ামী লীগের জ্যাকসন হাইটস ইউনিটের ত্রি - বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নিউইয়র্কের বাংলাদেশ প্লাজায় এ সমম্মেলন অনুষ্ঠিত হয়। পরে জ্যাকসন হাইট ইউনিট আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়।
শাহ চিশতিকে সভাপতি, আবুল হোসেনকে সহসভাপতি ও তানভীর কায়সারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি করে পরিচিতি সভা করার নির্দেশ দেয়া হয়েছে।
সম্মেলন উদ্ধোধন করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক। এতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদ প্রধান অতিথি, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু প্রধান বক্তা এবং সাংগঠনিক সম্পাদক শিবলী ছাদেক শিবলু উপস্থিত ছিলেন।