ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

ইভিএম প্রসঙ্গে সিইসি

তফসিল ঘোষণার পর অনাস্থা দিয়ে ভোট বর্জন করলেন না কেন

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
২৯ মে ২০২৩, সোমবারmzamin

৭ মেয়র প্রার্থীর মধ্যে ৬ জনই প্রধান নির্বাচন কমিশনারের কাছে ইভিএম নিয়ে আপত্তি জানালেন। জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বললেন, এখন ইভিএম নিয়ে প্রশ্ন করার কোনো অবকাশ নেই, কারণ আমরা তফসিল ঘোষণা করেছি। তফসিল ঘোষণার সময় আপনারা যদি ইভিএমে নির্বাচন করবেন না বলে নির্বাচন বর্জন করতেন তাহলে একটি কথা ছিল। কিন্তু নির্বাচন আর কয়েকদিন পরে এখন যদি আপনারা বলেন, তাহলে ইভিএম বাদ দিয়ে ব্যালট সংযুক্ত করা কোনোভাবেই সম্ভব নয়।  

শনিবার রাতে রিটার্নিং অফিসার কার্যালয়ের আয়োজনে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ইভিএম প্রসঙ্গটি উঠে আসে। রাত ৮টায় শুরু হওয়া মতবিনিময় সভায় নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বরিশাল সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তবে অন্য ৬ প্রার্থী বেশ কয়েকটি প্রসঙ্গ তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন। এরমধ্যে ইভিএম ছিল অন্যতম। জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি সিটি নির্বাচন যেন ব্যালটে হয়, ইভিএমের ভেতরে কি আছে সেটা দেখতে না পাওয়ায় মানুষের মধ্যে এটা নিয়ে অনীহা হয়েছে। তিনি ব্যালটে নির্বাচন করা নিয়ে বিবেচনা করার অনুরোধ জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমও ইভিএমে আপত্তি জানিয়ে বলেন, যদি ব্যালটের মাধ্যমে নির্বাচন না দিতেই পারেন, তাহলে ইভিএমের গেজেট কি হচ্ছে, সেটা প্রকাশ করতে হবে। এ সময় ইভিএম সার্কিটের ডিজাইন চাওয়াসহ ১০টি দাবির কথা তুলে ধরেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হা?বিবুল আউয়াল বলেন, যদি আপনারা মনে করেন, আমরা খুব অসাধু দুর্নীতি পরায়ন, ইভিএম দিয়ে আমরা কারচুপি করবো, তাহলে কথাটা ঠিক না। তিনি বলেন, আমাদের ইভিএম সম্পূর্ণ আইসোলেটেড, আর এটা পৃথিবীর আর কোথায় হয়নি-যে আপনাকে আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে ব্যালট ওপেন করতে হবে। আপনার ফিঙ্গার প্রিন্ট যদি ম্যাচ না করে তাহলে ডিজিটাল ব্যালট ওপেন হবে না, আর ম্যাচ করলে অটোমেটিকালি আপনার ডিজিটাল ব্যালটটি ওপেন হয়ে যাবে।

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেন, আমরা ইভিএমে ছয় শতাধিক ভোট করেছি, কোনো প্রশ্ন উঠেনি। সময় আসবে আপনারা ব্যালট চাইবেন না, আপনারা যারা সৎ, স্বচ্ছ ও সঠিক জিনিসটা চান তারা ইভিএমই চাইবেন। ইভিএম স্বচ্ছতার বিষয়ে শতভাগ গ্যারান্টি দিয়ে গেলাম।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status