খেলা
পিছিয়ে পড়া রিয়ালকে জেতালেন রদ্রিগো
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ২৮ মে ২০২৩, রবিবার, ১:২০ পূর্বাহ্ন
ম্যাচের তৃতীয় মিনিটেই গোল হজম করে রিয়াল মাদ্রিদ। তবে শুরুর সেই গোল যেন শাপে বর হয় তাদের জন্য। এরপর ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগোর দুই অর্ধের দুই গোলে সেভিয়ার বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।
প্রতিপক্ষের মাঠে আজ ১-২ গোলে জিতেছে রিয়াল। এদিন রিয়ালের একাদশে ছিলেন না অধিনায়ক করিম বেনজেমা, স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র।
এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই লিড পায় সেভিয়া। প্রথম দলীয় আক্রমণেই লক্ষ্যভেদ করেন স্বাগতিক ফুটবলার রাফা মির। ম্যাচের ২৯তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। দুর্দান্ত ফ্রি কিক থেকে লক্ষ্যভেদ করেন রদ্রিগো।
ম্যাচের ৬৯তম মিনিটে রিয়ালকে লিডও এনে দেন রদ্রিগো। ম্যাচে এটা তার জোড়া গোল। ম্যাচের ৮৩তম মিনিটে লাল কার্ড দেখেন সেভিয়ার বিশ্বকাপজয়ী ফুটবলার মার্কাস আকুনো। এতে ১০ জনের দলে পরিণত হয় তারা। শেষদিকে একাধিক চেষ্টা করলেও ম্যাচে ফিরতে পারেনি সেভিয়া।
এই জয়ে ৩৭ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে রিয়াল। এক ম্যাচ কমা খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ ৭৩ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। আর আগেই শিরোপা জিতে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ৩৬ ম্যাচে ৮৫।