ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মৌলভীবাজারে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভায় বক্তারা

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৮ মে ২০২৩, রবিবার

চাল, ডাল, তেল, লবণ, চিনি, মাছ, মাংস, ডিম, দুধ, শাক-সবজিসহ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত জনগণের জীবনে নাভিশ^াস উঠছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির নেতৃবৃন্দ। গত শুক্রবার রাতে শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে জেলা এনডিএফ’র সভাপতি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে সভায় বক্তারা অভিযোগ করে বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে জনগণ জর্জরিত। তার উপর সাম্রাজ্যবাদী সংস্থা আইএমএফ’র শর্ত পূরণে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি থেকে ভর্তুকি প্রত্যাহারের লক্ষ্যে দফায় দফায় মূল্য বৃদ্ধির পাঁয়তারা চলছে। এমনিতেই গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, ওষুধপত্র, চিকিৎসা ব্যয়ের ধারাবাহিক মূল্য বৃদ্ধিতে জনসাধারণের বেঁচে থাকায় দায় হয়ে পড়েছে।
কোরবানি ঈদকে সামনে রেখে আদা-পিয়াজ-রসুনসহ মসলার বাজারে মূল্যের লাগামহীন ঘোড়া ছুটছে। জনগণের জীবন-জীবিকার সকল প্রয়োজনীয় বিষয় রাষ্ট্রীয় ও দলীয় ব্যবসায়ীদের অবাধ লুটপাট ও লাগামহীন বাণিজ্য ক্ষেত্রে পরিণত করেছে। জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই লাগামহীন মূল্য বৃদ্ধি ঘটলেও শ্রমিক, কৃষক ও জনগণের আয় বাড়েনি। সরকার জনজীবনের সমস্যাকে উপেক্ষা করে উন্নয়নের যে গালভরা বুলি আওড়াচ্ছে তা মূলত সাম্রাজ্যবাদী লগ্নি পুঁজির সর্বোচ্চ মুনাফার লক্ষ্যে সড়ক, রেল, নৌপথসহ অবকাঠামো নির্মাণে বিনিয়োগ আর সর্বোচ্চ লুটপাট ছাড়া আর কিছুই নয়। সাম্রাজ্যবাদী ঋণনির্ভর এই সকল তথাকথিত উন্নয়ের সুদাসল পরিশোধের বাজেটের মূল অর্থ ব্যয় হয়, আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেটেও তার ব্যতিক্রম হবে না। সাম্রাজ্যবাদী ঋণনির্ভর এই সকল প্রকল্পের ঋণ পরিশোধে আগামী ২০২৭-২৮ সালের মধ্যে অর্থনীতিতে ‘লালবাতি’ জ্বলার বিপদের কথা বিভিন্নভাবে আলোচিত হচ্ছে। সরকারের উন্নয়নের ফানুস চুপসে গিয়ে গত দেড় বছরে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থেকে নেমে প্রায় অর্ধেক হয়ে নিম্নমুখী ধারায় রয়েছে।

বিজ্ঞাপন
মাথাপ্রতি ঋণ লাখ টাকা ছাড়িয়েছে। সভা থেকে দেশের শ্রমিক, কৃষক ও মেহনতি জনগণের জরুরি সমস্যা নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়। 
জেলা এনডিএফ’র সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেনÑ বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক ডা. অবনী শর্মা, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. গিয়াস মিয়া, চা-শ্রমিক সংঘের নেতা হরিনারায়ণ হাজরা, স’মিল শ্রমিক সংঘ শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান, জেলা এনডিএফ’র প্রচার সম্পাদক মো. শাহিন মিয়া, জুড়ী উপজেলা রাইস মিল শ্রমিক সংঘের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জুড়ী উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রফিকুল ইসলাম রাজিব প্রমুখ।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status