ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১০

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
২৮ মে ২০২৩, রবিবার

আশুলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৪। এর আগে শুক্রবার রাতে তাদের আশুলিয়ার নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোÑ ঢাকার মো. আলী হোসেন (৩৮), মানিকগঞ্জের মো. আবুল বাশার (৩০), ইমরান হোসেন (২৩), শরিয়তপুরের নাজির হোসেন (২৬), ঢাকার মো. শুভ (২০), রুবেল উদ্দিন (২৮), ওয়াহিদ হাসান (৩০), বরিশালের মো. স্বপন (২৯), মাদারীপুরের মিরাজ হোসেন (৩৫), ঠাকুরগাঁওয়ের রুবেল উদ্দিন (২৮) ও মো. শাকিব (২১)। র‌্যাব জানায়, গত কয়েকদিন ধরেই আশুলিয়ার কবিরপুর এলাকায় একটি চক্র দেশীয় অস্ত্রের মুখে সাধারণ পথচারী, রিকশাচালকসহ যাত্রীদের জিম্মি করে তাদের সর্বস্ব লুট করে নিচ্ছিলো। কখনো কখনো যাত্রীদের ছুরিকাঘাত করছে। সম্প্রতি এই চক্রের বিরুদ্ধে স্থানীয় জনতা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এর প্রেক্ষিতে গোপন খবরের ভিত্তিতে জানা যায় চক্রটির সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে ডাকাত সরদারসহ ১০ জনকে গ্রেপ্তার করে। র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, গ্রেপ্তারকৃত আলী হোসেন এই ডাকাত দলের সরদার ও তালিকাভুক্ত পলাতক আসামি।

বিজ্ঞাপন
তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ডজন খানেক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status