ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

দলে পরীক্ষা নিরীক্ষার সুযোগ দেখছেন না বিসিবি সভাপতি

স্পোর্টস রিপোর্টার
২৮ মে ২০২৩, রবিবার
mzamin

আর মাত্র পাঁচ মাস পর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক আসরটিকে কেন্দ্র করে দল গোছানোর প্রক্রিয়ায় রয়েছে অংশগ্রহণকারী দলগুলো। বাংলাদেশও ব্যতিক্রম নয়। শোনা যায়, এশিয়া কাপের স্কোয়াড নিয়েই ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। তার আগে বিভিন্ন সিরিজে দল যাচাই-বাছাইয়ের সুযোগও পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন আর পরীক্ষা-নিরীক্ষার সুযোগ দেখছেন না।
শুক্রবার গুলশানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিবি বস পাপন বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করার জায়গাই তো খুঁজে পাই না। আমার কথা বলেন, কী সমস্যা, কাকে বাদ দেবেন। আপনি আমাকে নাম বলেন। এক এক করে। তামিম আছে, লিটন আছে, পারবেন বাদ দিতে? পারবেন না।

বিজ্ঞাপন
শান্ত, মুশফিক, তাওহীদ, মিরাজ, কাকে বাদ দেবেন। আমি তো বুঝলাম না। পেসার কাকে বাদ দেবেন? হাসান মাহমুদ আছে, তাসকিন আছে, ও তো এখন নাই। ওকে (দলে) ঢোকাতে হবে, ওরে বাদ দেওয়া যাবে না। আপনারা যদি বলেন ঢোকাবো না তাহলে তো মহাবিপদ। মোস্তাফিজকে বাদ দিতে পারবো? অপশন নাই তো। ’
পাপন বলেন, ‘এখন কথা হচ্ছে ওদের সঙ্গে কাকে নেবো। আপনারা বলতে পারেন এদের সঙ্গে কারা যাবে। একটা এক্সট্রা ওপেনার নিতেই হবে। ওখানে কয়েকটা নাম আছে, যে কাউকে নিতে পারবে। আমি জানি না কাকে নেবে। অনেকে লড়াই করছে। বিজয় আসতে পারে, নাঈম শেখ আসতে পারে, রনি তালুকদারও থাকতে পারে। ’
ওপেনিংয়ের সঙ্গে মিডল অর্ডার নিয়েও নিজের ভাবনার কথা জানিয়েছেন পাপন। তিনি বলেন, ‘মিডল অর্ডারে অবশ্যই একজনকে নিয়ে যাবে। ওখানে (ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে) আমাদের তো রাব্বিকে খেলানো হয়নি। বিশ্বকাপে হয়তো একজনকে খেলানো হতে পারে। ওর সঙ্গে নেওয়ার মতো রিয়াদ আছে, আফিফ আছে, মোসাদ্দেক আছে। আমাদের হাতে অপশন আছে। কাউকে নিলে যে ভুল হয়ে যাবে তা তো না। কাউকে যে নিতেই হবে তাও না। একমাত্র ইস্যু নির্ভর করছে আমাদের কম্বিনেশন কী হবে। ’
আগামী জুন জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে তিনটি ওয়ানডে রয়েছে। পাপনের ভাষ্য, এই সিরিজেই ওয়ানডে বিশ্বকাপের দল নিয়ে ধারণা পাওয়া যাবে।  তিনি বলেন, ‘আমার ধারণা আফগানিস্তান সিরিজে আরও অনেক কিছু জানতে পারবো। একটা স্কোয়াড তো আমাদের আছে। অতিরিক্ত কাউকে যদি ওরা দেখতে চায় প্রতিপক্ষের শক্তি বা দুর্বলতা দেখে কাউকে নিতে পারে। বেসিক্যালি দল একই রকম থাকবে। ’
মিরাজকে ‘সাকিব হওয়ার’ টোটকা দিলেন পাপন
সর্বকালের সেরা বাংলাদেশি ক্রিকেটার কে? অধিকাংশের উত্তর হতে পারে, সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের বিকল্প দেখেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। দেশীয় ক্রিকেটারদের মধ্যে কেউ কি দখল করতে পারবে সাকিবের জায়গা? পাপনের ভাষ্য, পুরোদস্তুর সাকিব হতে না পারলেও তার কাছাকাছি যাওয়ার সক্ষমতা রয়েছে মেহেদী হাসান মিরাজের। সবশেষ কবে সাকিব আল হাসান অধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন? বলা কঠিন। বল হাতে ব্যর্থ হলে ব্যাট হাতে ঠিকই উসুল করে দেন সাকিব। কিংবা ব্যাটিংয়ে রান না পেলে বোলিংয়ে ছন্দ দেখান। নাজমুল হাসান বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে আমি বলবো যে সাকিবের বিকল্প আমাদের এখনও নেই, এটাই বাস্তবতা। আমাদের ব্যাটার আছে, বোলার আছে। আপনি যদি বলেন হয়তো ওর মতো বা ওর চেয়ে ভালো বোলার আছে, ওর মতো বা ওর চেয়ে ভালো ব্যাটার আছে। কিন্তু দুটোই আছে, এরকম কেউ নেই। মিরাজ যদি তার বোলিং এবং ব্যাটিংটাকে আরও পাকাপোক্ত করতে পারে তাহলে হয়তো সাকিব হতে পারবে না, কিন্তু কাছাকাছি যেতে পারবে।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status