অনলাইন
গাজীপুরে বিএনপি’র বহিষ্কৃত ১৩ জন কাউন্সিলর নির্বাচিত
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
(৩ মাস আগে) ২৭ মে ২০২৩, শনিবার, ৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:২৪ অপরাহ্ন

দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপি’র স্থানীয় পর্যায়ের ২৯ জন নেতাকর্মী গাজীপুর সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থী হওয়ার পরই তাদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে ভোটের লড়াইয়ে বিএনপি থেকে তাদের ১৩ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১২ জন। সংরক্ষিত নারী ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছেন একজন। গাজীপুর সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড ৫৭টি। সংরক্ষিত নারী ওয়ার্ড ১৯টি। বৃহস্পতিবার অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যে ১৩টি ওয়ার্ডে বিএনপি’র বহিষ্কৃত নেতারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে ৮ জন গত মেয়াদেও কাউন্সিলর ছিলেন।
অন্যদিকে কাউন্সিলর পদে এবার ৪৫টি ওয়ার্ডে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ২০১৮ সালে অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনে ৫৭ ওয়ার্ডের মধ্যে ৫০টিতেই কাউন্সিলর পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থীরা। যদিও এবারো দলগতভাবে কাউন্সিলর পদে আওয়ামী লীগ কাউকে সমর্থন দেয়নি।
এ ছাড়া ১৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শাহীন আলম, ২১ নম্বর ওয়ার্ডে মো. সহিদুল ইসলাম, ২২ নম্বর ওয়ার্ডে সবদের হাসান, ২৪ নম্বর ওয়ার্ডে মো. মাহবুবুর রশীদ খান শিপু, ২৫ নম্বর ওয়ার্ডে মো. মজিবুর রহমান, ২৬ নম্বর ওয়ার্ডে হান্নান মিয়া হান্নু, ৪০ নম্বর ওয়ার্ডে এডভোকেট নজরুল ইসলাম বিকি, ৪২ নম্বর ওয়ার্ডে সুলতান উদ্দিন আহাম্মেদ, ৪৮ নম্বর ওয়ার্ডে মো. সফি উদ্দিন সফি এবং ৫৫ নম্বর ওয়ার্ডে মো. আবুল হাসেম নির্বাচিত হয়েছেন।
পাঠকের মতামত
"যদিও দলগত ভাবে আওয়ামী লীগ কাউন্সিলর পদে কাউকে সমর্থন দে নাই" কথাটি সঠিক?? আওয়ামী লীগের কোনো কর্মী যদি নির্বাচন করে সেখানে ভোট পাওয়া জন্য দলের সমর্থন দরকার আছে কি?
অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে একই অনুপাতে বিএনপি আসন পাবে । শক্তিশালী বিরোধী দল গঠনে সক্ষম হলেও সরকার গঠনের মত আসন পাবে না । পক্ষপাতদুষ্ট নির্বাচনে বিএনপি এই অনুপাত ও পায় না, এটাই পার্থক্য ।
Congratulations all councillor of Bangladesh Awami League. Go ahead and best wishes.
বিএনপি পানি খায় কিন্তু সেটি ঘোলা করে খায়। এটি তাদের পূর্বের অভ্যাস।
Congratulations all councillor of BNP. Go ahead and best wishes.