শেষের পাতা
‘মার্কিন ভিসা নীতি নিয়ে বেকায়দায় বিএনপি’
স্টাফ রিপোর্টার
২৮ মে ২০২৩, রবিবার
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে বিএনপি বেকায়দায় রয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন করবো। তাতে বাইরের কে ভিসা নীতি দিলো, নিষেধাজ্ঞা দিলো-এ নিয়ে আওয়ামী লীগের, শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই। আমরা তো নির্বাচন সুষ্ঠু করবো, অবাধ ও নিরপেক্ষ করবো। গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছি।
গতকাল রাজধানীর মধ্যবাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমেরিকা যে ভিসানীতি প্রকাশ করেছে, তাতে নির্বাচনে বাধা দিলে খবর আছে। আমেরিকার নতুন ভিসানীতিতে বিএনপি’র গলা বসে গেছে, মুখ শুকিয়ে গেছে। আমরা প্রস্তুত, খেলা হবে। ফাইনাল খেলা আগামী নির্বাচনে-নৌকা বনাম ধানের শীষ খেলা হবে। বাংলার মানুষ ধানের শীষ চায় না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশ্যে তিনি বলেন, ফখরুল সাহেব... ভয় পাচ্ছেন কেন, নির্বাচনকে ভয় কিসের? ওবায়দুল কাদের বলেন, আসলে তারা ভয় পাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। তাদের সবচেয়ে বড় শত্রু শেখ হাসিনা। কারণ জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা। নির্বাচনে বাধা দেয়া হলে, প্রতিহত করা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে বাধা দেয়া হলে, খবর আছে। বাংলার মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দেবে তারা ধানের শীষ চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেন। তিনি নিজের কথা ভাবেন না, ভাবেন দেশের কথা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ বক্তব্য রাখেন।
পাঠকের মতামত
আমি দেশ ছেড়ে যাইনি - বেগম খালেদা জিয়া আমরা ভারতকে যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে - শেখ হাসিনা তাহলে বুঝুন কার কত দেশ প্রেম। বেগম জিয়ার হারাবার কিছু নেই। কিন্তু হাসিনার দেশ হারাবার ভয় আছে তাই অন্য দেশের প্রতি বেশি প্রেম। সেংশন ভয় so অন্য দেশে পাড়ি দেবার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে থাকেন। যতই প্যঁচান কোনো লাভ নেই কাদের ভাই। তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে পরীক্ষার হলে মেজিস্ট্রেটের মতো। যদি বেকায়দায় ভয় না পান তো বিরুধীদলের কথায় একবার করে দেখান।
জনাব ওবায়দুল কাদের সাহেব, নিজের চরকায় তেল না দিয়ে বিএনপি চরকা অস্থির হলেন কেন বুঝা যাচ্ছেনা। আমিরিকার যদি বিএনপির বিরুদ্ধে যায় তাহলে তো এখন থেকেই বিজয় মিছিল নিয়ে সারাদেশ প্রদক্ষিণ করার কথা, জেলা উপজেলায় চট্টগ্রামের ঐতিহ্য মেজবানের আয়োজন করার কথা। আমিরিকার নিতি বিএনপির বিরুদ্ধে গেছে আর পিড়া শুরু হয়েছে আওয়ামী লীগের পেটে, আমিরিকা রোগী চিনতে ভুল করেছে মনেহয়। ভুল রোগীকে ভুল চিকিৎসা!!!!!!!
মন্তব্য করুন
শেষের পাতা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]