অনলাইন
যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির কারণে অর্থ পাচার কমবে: পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
(৩ মাস আগে) ২৭ মে ২০২৩, শনিবার, ৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে অর্থ পাচার কমবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন। ড. মোমেন বলেন, ভিসা (যুক্তরাষ্ট্রের) কারা নেয়? কিছু ধনী ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা। যারা আমার পলিটিক্যাল এজেন্ট, যারা নির্বাচনে কাজ করবে, তারা ভিসা চাইতে আসে না। তাহলে এটা নিয়ে দুশ্চিন্তার কারণ কী?’
তিনি আরও বলেন, কিছু রাজনীতিবিদ, বড় ব্যবসায়ী বা সুশীল সমাজের নেতা যাদের ছেলে-মেয়েরা বিদেশে পড়াশোনা করে, তারা সেখানকার ভিসা নেয়। নতুন ভিসা নীতির কারণে মানি লন্ডারিং কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মোমেন বলেন, যারা সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের আশ্রয় নেয়, তাদের নেতাদের সতর্ক হওয়া দরকার। আপনারা জানেন এই কাজগুলো কারা করে।
তিনি আরও বলেন, ‘আমরা চাইব, এই ভিসা নীতির আওতায় জ্বালাও-পোড়াও বন্ধ হোক। যারা একবার জ্বলেছে এবং জীবিত আছে তাদের চেহারা দেখলে বড় দুঃখ পাবেন। আমরা আর জ্বালাও পোড়াও চাই না।
পাঠকের মতামত
তার মানে অর্থ পাচার রোধে সরকার ব্যর্থ ছিল তাই আমিরিকা এগিয়ে এসেছে। এইসব পাগল/ছাগলকে কেন মন্ত্রী করা হয় বুঝে আসেনা।
হাঁ নিশ্চয়ই যদিও এই কথাটি সবার পক্ষে বুঝে উঠা খুবই দুষ্কর । সবার পক্ষে সংলাপের অর্থের দূর্ভেদ্যতা ভেদ করা সম্ভব না হওয়ার কারণে বক্তব্যটিকে হাস্যরসের পর্যায়ে নিয়ে ট্রল করবে। বহুকাল কুটনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এক বিজ্ঞ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সকল পাঠকের বিদ্যা দ্বারা রহস্যভেদ করাতো যাবেনা। এটি অত্যন্ত উচ্চমার্গীয় চিন্তার বহিঃপ্রকাশ। আমেরিকায় টাকা রাখতে কিংবা জায়গা এখন যেকোনো সময়ের চেয়ে এই সময়টা সম্পূর্ণটা আলাদা। কখন কোন নীতির আওতায় কার টাকা কার বাড়ী কার ভিসা আটকে যায় সেই হিসাব নিকাশের ফলে পাচারের গতি শ্লথ হওয়াটা স্বাভাবিক। আমেরিকার ভিখেরী কিংবা গৃহস্থ তো আর টাকা পাচার করেনা। রাজনীতির লোক চোরাকারবারী ঘুষখোর দুর্নীতিবাজ প্রশাসনের লোকেরাই এই কর্মে জড়িত তাই ভিসানীতির ভীতি আতঙ্ক পাচার ক্রিয়ায় শ্লথগতি আসবে বক্তব্যটি যথার্থ ।
আবোল তাবোলই বলে দিচ্ছে মহা টেনশনে আছেন।
যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির কারণে অর্থ পাচার কমবে, -পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে স্বাগত জানাই! আমেরিকান সরকারের উচিত পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতি সন্মান দেখিয়ে রাঘব বোয়ালদের কিছু শীর্ষ অর্থপাচারকারীদের গ্রেফতার ও তাদের টাকা পয়সা সম্পদ বাজেয়াপ্ত করা!
তাহলে অর্থপাচার হচ্চে,হচ্চিল।আপনারা কার্যকর কি ব্যবস্থা নিয়েছেন? জনগনকে জানান,সুইস রাস্ট্রদুত গতবছর অর্থ ফেরত আনার ব্যাপারে আমাদের কোন উদ্যোগ নাই বলেছিলেন,আর মাননীয় হাইকোর্ট ও এই ব্যপারে কিছু নির্দেশনা দিয়েছিল শুনেছি।দুদুক ডেকে এই বিষয়ে কোর্ট কিছু বলে ও ছিল।এরপর দু একজনের নাম প্রকাশ হলে ও শুনেছি সবার নাম প্রকাশ হয় নাই।গরীব দেশের কোটি কোটি টাকার সম্পদ পাচার হয়ে গেছে,বিশ্লেষকগন বলতেছে কিন্ত এখনো ফেরত আনার দৃশ্যমান উদ্যোগ কই।
পররাষ্ট্রমন্ত্রী কি প্রলাপ বকছেন ? ভিসা নীতিতে ঘুম কি হারাম হয়ে গেছে ? দেখুন অপরের ঘুম হারাম করলে নিজেদের তো হারাম হবে ? তবে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হবেন সরকারের উচ্চ পর্যায়ের নেতারা ও কর্মকর্তারা।
অর্থ পাচার সব কি যুক্তরাষ্ট্রের যাই
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে
এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত
এনডিটিভি'তে সাগরিকা সিনহা/ শেখ হাসিনার ধারণা, বাংলাদেশে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]