অনলাইন
বুয়েটের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
(৩ মাস আগে) ২৭ মে ২০২৩, শনিবার, ২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৭ পূর্বাহ্ন

প্রতীকী ছবি
রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ডাচ-বাংলা ব্যাংকের পাশের ডাস্টবিন থেকে একদিন বয়সী নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা জানান, আমরা সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে বুয়েটের ডাচ-বাংলা ব্যাংকের পাশে ডাস্টবিন থেকে একটি ছেলে নবজাতককে উদ্ধার করি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, কে বা কারা ওই নবজাতককে ফেলে রেখে গেছে বিষয়টি জানার চেষ্টা চলছে। সিসি ফুটেজ দেখে ওই ঘাতককে শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।