অনলাইন
‘১০ বছর হয়ে গেছে রাস্তায় দাঁড়িয়ে বাবাকে খুঁজছি’
স্টাফ রিপোর্টার
(৩ মাস আগে) ২৭ মে ২০২৩, শনিবার, ২:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

‘১০ বছর হয়ে গেছে রাস্তায় দাঁড়িয়ে বাবাকে খুঁজছি। কিন্তু আমি আমার বাবাকে পাই না। আমারও ইচ্ছে করে বাবার হাত ধরে রাস্তায় হাঁটতে। আমার বন্ধুরা বাবার সাথে স্কুলে যায়। আমারও ইচ্ছে করে বাবার সাথে স্কুলে যেতে। আমি কেন পারি না! আমি আমার বাবাকে ফেরত চাই।’
কথাগুলো বলছে ১১ বছরের শিশু লামিয়া আক্তার মিম। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মায়ের ডাক নামক একটি সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত হয়ে এভাবে বাবাকে ফিরত চেয়ে কান্না করছিল সে। তার বাবার নাম কাউসার হোসেন। যিনি ১১ বছর আগে গুম হয়েছেন। তখন মিমের বয়স ছিল দেড় বছর।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আলোকচিত্রী শহিদুল আলম, মায়ের ডাকের সানজিদা ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সরকার বিগত এক দশক ধরে বিরোধী মতের মানুষের ওপর গুম, খুন, হত্যা ও নৈরাজ্য চালাচ্ছে। হাজার হাজার মানুষকে গুম করেছে। আজও তাদের খোঁজ নেই। আয়না ঘরের নামে নির্যাতন সেল তৈরি করেছে। এসমস্ত অবিচার বন্ধ করতে হবে। অবিলম্বে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে হবে।
বক্তারা আরও বলেন, স্বাধীন তদন্ত কমিটি গঠন করে গুমের ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে। তাদের বিচারের মুখোমুখি করতে হবে। সরকারের সময় ফুরিয়ে আসছে। প্রত্যেকটা ঘটনার বিচার হবে এ বাংলাদেশে। কেউ ছাড় পাবে না।
পাঠকের মতামত
রাষ্ট্রীয় এসব অপকর্ম আমাদেরকে আইয়ামে জাহেলিয়াতের কথা মনে করিয়ে দেয়। যে এই সমস্যায় পড়ে সেই বোঝে এর যন্ত্রনা কত গভীর!!
এই শিশুদের দীর্ঘশ্বাস আমাদের সমস্ত জীবন বয়ে বেড়াতে হবে।
হতাশ,
ঘুম হওয়া বাবা তুমি কোথায় আমরা তোমাকে খুঁজে বেড়াই।
বাবা তুমি কোথায় আমরা তোমাকে খুঁজে বেড়াই।
WAIT AND SEE JAST DECEMBER 2023 YEAR, AFTER CLOSE AWAMELIG.
পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ গুম করা! যারা গুম করেছে তারা কখনো বিচারের বাহিরে থাকতে পারে না! এদেরকে অবশ্যই ধরতে হবে এবং মুক্ত বিশ্বের সামনে তাদের বিচার করতে হবে! এর ব্যত্যয়ে সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে!
Inh sha Allahj
এ দেশ আমি চাই নি ।এই দেশের জন্য আমরা লড়াই করিনি । এই শিশুদের কাছে জবাব দিহি করতেই হবে ।বিবেক তুমি জাগ্রত হও ।
আল্লাহ সবাইকে হেফাজত করুন।
Speechless ...................... :(